Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌১১ সেপ্টেম্বর, ২০২১

দলীয় কার্যাল‌য়ে বোমাবাজি

সিপিএমের বন্ধ দলীয় কার্যালয় লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা ঘটলো। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের দিঘড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত ১০ টা নাগাদ কার্যালয় বন্ধ করে সবাই বাড়ি চলে যান। রাত ১১ টা নাগাদ বিকট শব্দে বোমা ফাটার শব্দ পান এলাকার মানুষ। যেহেতু মাঝেমধ্যেই এলাকায় এমন বোমার আওয়াজ পাওয়া যায়, তাই রাতের বেলা এই বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামান নি। সকালেই জানা যায়, বোমাটি সিপিএমের দলীয় কার্যালয় লক্ষ্য করে  ছোঁড়া হয়েছিল। দেওয়ালে তার দাগ স্পষ্ট। ঘটনার প্রতিবাদে রবিবার এলাকায় ধিক্কার মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।‌


নাবালিকার বিয়ে বন্ধ

পুলিশ এবং ব্লক প্রশাসনের উদ্যোগে বন্ধ করা সম্ভব হল নাবালিকার বিয়ে।   নদীয়া জেলার নবদ্বীপ থানার মিঞাপাড়া এলাকার ঘটনা। মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় প্রথম যোগাযোগ হয় নদীয়া জেলার নবদ্বীপ থানার মিঞাপাড়ার বাসিন্দা বছর ২০ বয়সের এক যুবকের সঙ্গে পূর্ব বর্ধমানের নাদানঘাট থানার বকপুর এলাকার বাসিন্দা ১৬ বছর বয়সের ওই নাবালিকার। পরে ঘনিষ্ঠতা বাড়ে। সেই সূত্রেই দুদিন আগে বাড়িতে কিছু না জানিয়েই ওই নাবালিকা পালিয়ে এই যুবকের বাড়িতে চলে আসে। এরপর শুক্রবার রাতে তাদের মধ্যে বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় মানুষের কাছ থেকে সেই খবর পেয়ে সেখানে হাজির হয় নবদ্বীপ থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের কর্তারা। বিয়ে বন্ধ করার পাশাপাশি প্রশাসনের কর্তারা পরিবারের লোকেদের কাছ থেকে লিখিতভাবে প্রতিশ্রুতি নেয় যে, তারা দুজন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না। প্রশাসনের এই ভূমিকায় খুশি এলাকার মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন