Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌৬ সেপ্টেম্বর, ২০২১ ‌

অনলাইন প্রতারণা

অনলাইনের মাধ্যমে প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন হল। সোমবার বারাসত জেলা পুলিশের উদ্যোগে এই শিবির বসেছিল উত্তর ২৪ পরগনার গোবরডাঙার টাউন হলে। উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহেদ শেখ, গোবরডাঙা থানার ওসি কাজল ব্যানার্জী, জেলার সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকেরা। এসডিপিও জানান, কখনও লটারীর নাম করে, কখনও মোবাইলের টাওয়ার বসানোর নাম করে, ব্যাঙ্কের নাম করে আবার কখনওবা অনলাইন কেনাকাটার মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। এব্যাপারে সাধারণ মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে, তা ভিডিও এবং অডিওর মাধ্যমে সচেতন করেন পুলিশ আধিকারিক এবং বিশেষজ্ঞরা। এদিনের শিবিরে স্কুল, কলেজের ছেলেমেয়েদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন।


সশরীরে হাজির 'লক্ষ্মী'‌

লক্ষ্মীর ভান্ডারের শিবিরে সশরীরে হাজির 'লক্ষ্মী'‌। নিজে হাতে বিলি করলেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম। জমাও নিলেন। অভিনব শোনালেও সোমবার বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের যোগেন্দ্র নাথ বিদ্যাপীঠে দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির শিবির বসেছিল। সেখানে এদিন দেখা গেল লক্ষ্মী রুপে শিবিরে হাজির এলাকার একটি ছোট্ট মেয়ে। তার হাত দিয়ে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিলি করা হল। আবার অনেকে পূরণ করা ফর্ম জমাও দিলেন তার কাছে। ফর্ম নিতে ও জমা দিতে এদিন শিবিরে উপচে পরেছিল ভিড়। বনগাঁ পুরসভার উদ্যোগে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন