কর্মী বিক্ষোভ
উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা এলাকার বিভিন্ন মন্ডল সভাপতি সহ দলীয় নেতা, কর্মীদের নিয়ে বাগদার হেলেঞ্চার একটি লজে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে জয়প্রকাশ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতারা। বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন দলের নেতা, কর্মীরা। বাগদা কেন্দ্রে বিশ্বজিৎ দাসকে কেন প্রার্থী করা হয়েছিল, তা নিয়েই মূলত ক্ষোভ দেখান তাঁরা। দিন কয়েক আগে বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আর সেই কারণেই এই ক্ষোভ বলে জানা গেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন না দুলাল বর। পরে জয়প্রকাশ মজুমদার সাংবাদিকদের বলেন, দুলাল বর দলেরই কাজে অন্যত্র ব্যস্ত ছিলেন। এদিন এলাকার বিজেপি নেতা, কর্মীদের নিয়ে বৈঠকে তাঁদের অভাব–অভিযোগের কথা শোনা হয়। সেই অনুযায়ী আগামী দিনে দল পর্যালোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
পুলিশের মারে
রাজারহাটের চাঁদপুর হাই স্কুলে দুয়ারে সরকার চলাকালীন চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় থাকায় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সঞ্জয় কে মারতে মারতে গাড়িতে তোলে পুলিশ। তারপর তাকে নিয়ে যায় থানায়। থানায়। সেখানকার লকআপে ফের তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর সঞ্জয় অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে প্রথমে রাজারহাট এলাকার ব্লক হাসপাতালে এবং পরে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা রাজারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন