বৃষ্টিতে জলমগ্ন বনগাঁ
অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পরল বনগাঁ পুরসভার কয়েকটি এলাকা। জল ঢুকে পড়েছে বাড়ির ভেতরেও। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকা। বেহাল নিকাশী ব্যবস্থার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, বনগাঁ পুরসভার শক্তিগড় এলাকার চাকদা রোড থেকে শক্তিগড় যাওয়ার কানেক্টিং রোডের দুপাশে শতাধিক পরিবার বাস করে। বিভিন্ন এলাকার মানুষ ওই সড়ক দিয়ে যাতায়াত করেন। বৃষ্টি হলেই ওই সড়কে হাঁটু জল জমে যায়। ভারী বৃষ্টিতে জল ঢুকে পড়ে অনেক বাড়ির ভেতরে। মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে ফের এলাকার বাড়িগুলোতে জল ঢুকে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, বনগাঁ পুরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি মিললেও কোনও অবস্থার বদল ঘটে নি। এই বিষয়ে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, 'এই এলাকার সমস্যা দীর্ঘদিনের। এই এলাকাতে ড্রেন তৈরি করার পরিকল্পনা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে জল জমে আছে রাস্তায়। আর সেই কারণে কাজ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আপাতত জল সরানোর জন্য পাম্প লাগানোর ব্যবস্থা করা হয়েছে।'
বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
টানা বৃষ্টিপাতের জেরে ব্যাহত হয়ে পরেছে জনজীবন। পুরুলিয়া জেলা জুড়ে নিম্নচাপের জেরে শুরু হয়েছে ঝড়ো হাওয়া। সঙ্গে প্রবল বৃষ্টি। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে বুধবার ভোর রাত থেকে আকাশ ছিল মেঘলা। সকাল দিকে কখনও জোরে, আবার কখনও হালকা বৃষ্টি হলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি। ফলে রীতিমতো বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। অন্যদিকে, মাটির বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, অবিরাম বৃষ্টিপাতের ফলে পুজো কমিটিগুলির মাথায় হাত। পুজোর বাকি আর কটা দিন। পর পর নিম্নচাপের জেরে সাধারন মানুষের পাশাপাশি পুজো মণ্ডপ ও প্রতিমা শিল্পীরাও পড়েছেন বিপাকে। টানা বৃষ্টির জেরে একদিকে যেমন রাস্তায় জল জমেছে, অন্যদিকে জেলার ছোট–বড় নদীগুলির উপর দিয়ে বইছে জল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন