Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

দিনের টুকিটাকি :‌ ৭ সেপ্টেম্বর, ২০২১

কৃষক স্পেশাল ট্রেন

কৃষক সহ ছোটকাটো ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে চালু হলো কৃষক স্পেশাল গ্যালপিং ট্রেন। নদীয়ার গেদে থেকে শিয়ালদা এবং শান্তিপুর থেকে শিয়ালদার মধ্যে চলবে এই কৃষক ট্রেন। উদ্বোধন করলেন পূর্ব রেলের ডিআরএম এবং রানাঘাট কেন্দ্রে সাংসদ। মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং তারসঙ্গে হকার, দুধের কারবারীদের মতো ছোটখাটো কারবারীরা এই ট্রেনটি ব্যবহার করতে পারবেন। এদিন গেদে স্টেশন থেকে প্রথম কৃষক স্পেশাল ট্রেনটির উদ্বোধন করা হয়। এরপর শান্তিপুর স্টেশন থেকে আরও একটি কৃষক স্পেশাল ট্রেনের সূচনা হয়। পূর্ব রেল সূত্রে জানা গেছে, প্রতিদিন একটি করে চলবে এই কৃষক স্পেশাল ট্রেন। গেদে স্টেশন থেকে কৃষক স্পেশাল ট্রেন চলবে সকাল ৮ টায়। আর শান্তিপুর স্টেশন থেকে চলবে ৩ টে ১০ মিনিটে। এই রুটের বিভিন্ন স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি। আগামীদিনে কৃষকদের কথা মাথায় রেখে ট্রেনগুলোর সময়সূচীর পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন পূর্ব রেলের ডি আর এম। এর পাশাপাশি তিনি আরও জানান, রেল দপ্তর কৃষক স্পেশাল ট্রেনে যদি লাভবান হয়, সেক্ষেত্রে ট্রেনের সংখ্যা আরও বেশি হতে পারে। 


গ্রাম পঞ্চায়েতে তালা

একশ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি পরিচালিত পুরুলিয়ার বাঘমুণ্ডী ব্লকের মাঠা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হল। পরে পুলিশের মধ্যস্থতায় তালা খোলা হয় পঞ্চায়েতে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান ভারতী হাঁসদা অর্থের বিনিময়ে জব কার্ড দিচ্ছেন। অথচ যাদের প্রয়োজন, তারা একশ দিনের কাজ পাচ্ছেন না। যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান বলেন, একেবারেই নিয়ম মেনে জব কার্ড দিয়ে একশ দিনের কাজের ব্যবস্থা করা হচ্ছে। চক্রান্ত করে কুৎসা ছনানো হচ্ছে।  একশো দিনের শ্রমিকের কাজের টাকা অনেকেরই বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে এদিন মাঠা গ্রাম পঞ্চায়েতে সরকারি কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝোলিয়ে দেন বিক্ষোভকারীরা। প্রায় দুই ঘন্টা তালাবন্দি থাকেন তাঁরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন