Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌২৬ সেপ্টেম্বর, ২০২১

বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকী

বীরভূমের সিউড়ির প্রেরণার উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকী পালিত হলো। রবিবার স্থানীয় রবীন্দ্রসদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগরের মধ্যম কন্যা কুমুদিনী দেবীর আত্মজন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দুই বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং নীলাবতী সাহা, জেলাশাসক বিধান রায়, সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক পুষ্পিত মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি উদ্বোচন হয়। এছাড়াও রাজ্যের প্রায় ২০০ জন কবির বিদ্যাসাগরকে নিয়ে লেখা কবিতার সংকলন প্রকাশ করা হয়। ঈশ্বরচন্দ্রকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং দুটি নাটক প্রদর্শিত হয়। প্রেরণার কর্ণধার মৃণালজিৎ গোস্বামী বলেন, 'জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং সিউড়ি পুরসভার সহযোগিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকী পালিত হল।'‌ এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা বিদ্যাসাগর পরিবারের সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন," 'বাংলার নারী স্বাধীনতার পুরধা ছিলেন ঈশ্বরচন্দ্র। আজকে আমরা যে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি, সেটা তার জন্যই সম্ভব হয়েছে।'‌


তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন

'আসন্ন বিধানসভা উপনির্বাচনে রাজ্যের তিনটি কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জীর শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারাবাহিকতা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। উন্নয়নের ছোঁয়া দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আজ সমাদৃত হচ্ছে। প্রশংসিত হচ্ছেন মমতা ব্যানার্জী। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতেই ভারতের দায়িত্ব উঠবে।'‌ এমনই মনে করেন তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি জনাব এ কে এম ফারহাদ। রবিবার সকালে কলকাতার পার্ক সার্কাস হজ হাউসে কোভিড বিধি মেনে গুরুত্বপূর্ণ নেতৃত্বের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের এদিনের সাংগঠনিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন


হাবড়ায় গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ। শনিবার গভীর রাতে হাবরা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, হাবরা থানার অন্তর্গত রাওতারা হাইস্কুল মাঠে দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার পুলিশ। সেখান থেকে দুই দুষ্কৃতীকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পড়ে তাদের কথার ভিতরে অসংগতি মেলে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই দুষ্কৃতীর নাম রিফুল মোল্লা এবং ফিরোজ মোল্লা। তাদের বাড়ি শাসন থানা এলাকায়। তাদের দেহে তল্লাশি চালিয়ে হাবরা থানার পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে। আজ তাদেরকে পাঠানো হয় বারাসত আদালতে।


বনগাঁয় রক্তদান শিবির

বনগাঁর চাঁপাবেড়িয়া বেলতলা পূজা মন্দিরের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে এই আয়োজন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিন সকালে বিদ্যাসাগরের বর্ণপরিচয় বিষয়ে খুদে শিল্পীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ এলাকার বিশিষ্টজনেরা৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন