Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

‌বনগাঁয় চাকরির নামে প্রতারণা, ধৃত প্রতারক

Cheating-in-the-name-of-job

সমকালীন প্রতিবেদন : ‌সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সোম দও। বাড়ি নদীয়া জেলার হাঁসখালি থানার বগুলা মধ্যপাড়া এলাকায়। 

মাস কয়েক আগে বনগাঁ থানার স্টেশন রোডের বাসিন্দা শান্তনু সাঁধু বনগাঁ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন যে, রাজ্য সরকারের পূর্ত দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সোম দও নামে ওই ব্যক্তি। সরকারি চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত ওই ব্যক্তি ভুয়ো নিয়োগপত্র দেয়। 

এই ঘটনার পর থেকেই ওই ব্যক্তি ধরা পরে যাওয়ার ভয়ে লুকিয়ে যায়। তার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সন্ধান না পেয়ে অবশেষে প্রতারিত ব্যক্তি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তির সন্ধান চালাতে থাকে। 

অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় বনগাঁ থানার পুলিশ। রবিবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই প্রতারণা চক্রে আর কেউ যুক্ত আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন