সমকালীন প্রতিবেদন : পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চান্নি। তিনি পাঞ্জাবের পদত্যাগী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্থলাভিষিক্ত হবেন। গতকাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং তাঁর নিজের পদ থেকে সরে দাঁড়ান। তারপর থেকেই এই পদের জন্য বিভিন্ন নাম শোনা যেতে থাকে। তার মধ্যে ছিলেন সুনীল ঝাকর, অম্বিকা সোনি, নভজোৎ সিং সিধু ও বিজয় ইনদার সিংলা।
আজ চণ্ডীগড়ে পাঞ্জাবের কংগ্রেস কার্যালয়ে রাজ্যের সমস্ত কংগ্রেস বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চরণজিৎ সিং চান্নির নাম সর্বসম্মতভাবে ঠিক হয়। তারপর দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য তাঁর নাম পাঠানো হয়। আজ এই আইসিসি মনোনীত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত চরণজিৎ এর নাম চূড়ান্ত হবার বিষয়টি টুইট করে জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন