Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

‌বনগাঁয় বিশ্বকর্মা পুজোর থিম রাজ্য সরকারের জনমুখি প্রকল্প

Bishwakarma-Pujo-in-Bangaon

সমকালীন প্রতিবেদন : ‌বিশ্বকর্মা পূজো উপলক্ষে রাজ্য সরকারের নানা জনমুখি প্রকল্পের দৃশ্য তুলে ধরা হল। আইএনটিটিইউসির শ্রমিক, মালিক সংগঠনের উদ্যোগে বনগাঁর ডিএন ৪৪ বাসস্ট্যান্ডে আয়োজিত এই পুজোয় সাজিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের।

দুয়ারে সরকারের মাধ্যমে স্বাস্থ্যসাথী থেকে দুয়ারে রেশন– রাজ্য সরকারের এমন প্রায় ১৮ টি প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে বিভিন্ন মডেল, দৃশ্যের মাধ্যমে সেগুলি ফুটিয়ে তোলা হয়েছে। 

আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ন ঘোষ জানান, 'রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প চালু করছেন। তাঁর এই উদ্যোগকে স্বার্থক করতে এবং সম্মান জানাতে আমাদের এই উদ্যোগ।'



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন