Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ২৩ সেপ্টেম্বর ২০২১

 

Today-in-history

ইতিহাসে আজ 

                       

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯০৫ খ্রিস্টাব্দে সাধারণ মুসলমান জনতা জনসভা করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ও বয়কটের স্বপক্ষে অভিমত প্রদান করলেন। 

২) ১৯০৭ খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ সহ 'বন্দেমাতরম' পত্রিকার অন্যান্য কর্মীদের মুক্তিলাভ। 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ম্যানেজার সারদাচরণ সেন ও মুদ্রাকর হরিচরণ দাসের বিরুদ্ধে ইংরেজ সরকার মামলা করে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পত্রিকায় তিনটি আপত্তিকর প্রবন্ধ প্রকাশ করা হয়।

৩) ১৯১৪ খ্রিস্টাব্দে রডা পিস্তল ষড়যন্ত্র মামলার পরে ভূজঙ্গভূষণ ধরচৌধুরী, হরিদাস দত্ত, আশুতোষ রায়, বিমান ঘোষ, প্রভুদয়াল হিম্মতসিংকা, মতিলাল রায়, জি ডি বিড়লা প্রমুখকে গ্রেপ্তার করা হয়। 

৪) ১৯২২ খ্রিস্টাব্দে চকিত আক্রমণে রাম্পা বিদ্রোহের নেতা আল্লুরি সীতারাম রাজুর সৈন্যদল গুজরিঘাট- এ ট্রেহমেহেয়ারা ও বেস্টোয়ান-এর অধীনস্থ ইংরেজ সৈন্যবাহিনীকে পরাজিত করে।

৫) ১৯৬১ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শ্রম ও পরিকল্পনা মন্ত্রী গুলজারিলাল নন্দ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হাওড়ায় ভারতের প্রথম কারিগরি বিদ্যালয়ের উদ্বোধন করেন। 

৬) ১৯৬৬ খ্রিস্টাব্দে কোচিন তেল শোধনাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী।

৭) ১৯৯২ খ্রিস্টাব্দে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান নিযুক্ত হলেন রোজ মিলিয়ন বাথুর। 

৮) ১৯৯৭ খ্রিস্টাব্দে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশের ওয়াজরাকারুরে ৫টি স্বর্ণখনির সন্ধান পায়। 

৯) আজকের দিনে জন্মেছিলেন অযোধ্যার নবাব আসফ–উদ–দৌল্লা; হিন্দি ভাষার কবি রামধারী সিং দিনকর; চিত্রাভিনেতা প্রেম চোপড়া; বাংলা চলচ্চিত্রের পরিচালক শ্রীজিৎ মুখার্জ্জী; ক্রিকেটার আম্বাতি রাইডু প্রমুখ। 

১০) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার; ইংরেজি সাহিত্যের দিকপাল অধ্যাপক এম ভি নাদকার্ণি; স্বাধীনতা সংগ্রামী ও চলচ্চিত্র পরিচালক কে বি তিলক; জাতীয় কংগ্রেস নেতা বসন্ত শাঠে প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ৯৫১ খ্রিস্টাব্দে প্রবাদপ্রতীম সম্রাট প্রথম অটো ইটালির সম্রাট হন। 

২) ১১২২ খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় ক্যালিক্সটাস ও রোমান সম্রাট পঞ্চম হেনরির মধ্যে ওয়ার্মস এর কনকর্ডাট চুক্তি সম্পাদিত হয়। 

৩) ১৬৪২ খ্রিস্টাব্দে আমেরিকার ম্যাসাচুসেটস এ হার্ভার্ড কলেজ যাত্রা শুরু করে।

৪)১৮৪৬ খ্রিস্টাব্দে জার্মান জ্যোতির্বিদ জন গটফিল্ড গালে নেপচুনকে একটি পৃথক গ্রহ হিসাবে চিহ্নিত করেন। 

৫) ১৮৬২ খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের 'মুক্তির ঘোষণা' সংবাদপত্রে প্রকাশিত হয়।

৬) ১৯২৬ খ্রিস্টাব্দে বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হন গেন ডেম্পসি। 

৭) ১৯৫০ খ্রিস্টাব্দে ইজরায়েল সমস্যায়  সফল মধ্যস্থতা করার জন্য রালফ বুনচি নোবেল শান্তি পুরস্কার পান। 

৮) ১৯৭২ খ্রিস্টাব্দে ফিলিপাইনস এর রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেন। ৯) আজকের দিনে জন্মেছিলেন মিশরীয় সাংবাদিক এম এইচ হাইকাল; পাকিস্তানি কবি সেহবা আখতার; জর্ডনের চিকিৎসক তারেখ শুহেইমাত ফরাসি অর্থনীতিবিদ বার্নার্ড ম্যারিস; আমেরিকান গীতিকার ও গায়ক রাচেল ইয়ামাগাটা প্রমুখ। 

১০) আজকের দিনে প্রয়াত হন অস্ট্রিয়ান স্নায়ু চিকিৎসক ও মনোবিদ সিগমন্ড ফ্রয়েড; আমেরিকান গণিতবিদ জে ডব্লিউ দ্বিতীয় আলেকজান্ডার; এস্টোনিয়ান কবি আইভার আইভাস্ক; অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার লিওনার্ড প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে তৃতীয়া শ্রদ্ধা, আজ শরৎকালীন বিষুব দিবস, বিশ্বের সর্বত্র দিন ও রাত্রির সমান, সৌদি আরবে জাতীয় দিবস, ব্রুনেইতে শিক্ষক দিবস, আজ বিশ্ব বাইসেক্সুয়াল দিবস, আন্তর্জাতিক স্বীকৃত ভাষা দিবস।

সংকলক : ‌স্বপন ঘোষ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন