ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯০৭ খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্যদানে বিরত থাকার জন্য বিপিনচন্দ্র পালের ছয় মাস কারাদণ্ড হয়।
২) ১৯১৭ খ্রিস্টাব্দে অ্যানি বেশান্ত ব্রিটিশ কারাগার থেকে মুক্তিলাভ করেন। কলকাতার টাউন হলে তাঁকে সংবর্ধনা জানানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ প্রতিমা দেবীর উদ্যোগে অ্যানি বেশান্তের মুক্তিতে আনন্দ প্রকাশ করে তাঁকে আসন্ন জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতি পদে নির্বাচনের দাবিতে কলকাতার মহিলারা এক জনসভা করেন।
৩) ১৯৩১ খ্রিস্টাব্দে হিজলি হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার অক্টারলোনি মনুমেন্টের পাদদেশে ঐতিহাসিক সমাবেশ আয়োজিত হয়।
৪) ১৯৪৫ খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড ওয়াভেল ঘোষণা করেন যে প্রাদেশিক আইনসভাসমৃহের সাধারণ নির্বাচনের পর সরকার একটি গণ পরিষদ আহ্বান করবে এবং তারপর ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ করবে।
৫) ১৯৫৫ খ্রিস্টাব্দে লোকসভায় হিন্দু উত্তরাধিকার আইন সংক্রান্ত কমিটি প্রস্তাব পেশ করেন যে পুত্র ও কন্যা উত্তরাধিকার সূত্রে সমানভাবে সম্পত্তির অংশীদার হবে।
৬) ১৯৬০ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জল নিয়ে এক চুক্তি সম্পন্ন হয়।
৭) ২০০০ খ্রিস্টাব্দে ভারতের কর্ণম মালেশ্বরী অলিম্পিকে ভারোত্তলনে ব্রোঞ্জ পদক লাভ করেন।
৮) আজকের দিনে জন্মেছিলেন প্রখ্যাত হিন্দি চিত্র প্রযোজক তাহির হোসেন; হিন্দি সিনেমার অভিনেত্রী কল্পনা কার্তিক; ভারতনাট্টম নৃত্যের গুরু সরোজা বৈদ্যনাথন; নাথ ঐতিহ্যের গুরু যোগী বিলাসনাথ মহারাজ প্রমুখ।
৯) আজকের দিনে প্রয়াত হন এয়ার ফোর্স পাইলট গায় গিবসন; গুজরাতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বলবন্তরাই মেহেতা; ভারতীয় ক্রিকেটার অম্বর রাই; ভারতীয় অভিনেত্রী প্রিয়া তেন্ডুলকর প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮৬৮ খ্রিস্টাব্দে স্পেনে 'লা গ্লোরিওসা' র সূচনা হয়।
২) ১৯৮২ খ্রিস্টাব্দে সলোমন আইল্যান্ড সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়।
৩) ১৯৮৫ খ্রিস্টাব্দে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষের মৃত্যু হয়, বিপুল সম্পত্তির ক্ষতি হয়।
৪) ১৯৯৫ খ্রিস্টাব্দে ইটালি ও অস্ট্রিয়ার সীমান্তে আবিষ্কৃত হয় 'Otzi the Iceman'.
৫)আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ নৌঅভিযাত্রী থমাস ক্যাভেন্ডিস; স্কটিশ ঐতিহাসিক উইলিয়াম রবার্টসন; আমেরিকান গণিতবিদ জে ডব্লিউ আলেকজান্ডার; ব্রাজিলিয় দার্শনিক পাওলো ফ্রায়ার; নোবেল জয়ী জাপানি চিকিৎসক মাসাতোসি কোসিবা প্রমুখ।
৬) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান রাষ্ট্রপতি জে এ গ্যারফিল্ড; জাপানি মাসোকা শিকি; ফরাসি পর্বতারোহী লিওনেল টেরি; নরওয়ের প্রথম রাষ্ট্রপতি ইনার গারহার্ডসেন; আমেরিকান গায়ক স্কিটার ডেভিস প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে গনেশ বিসর্জন, অনন্ত চতুর্থী, চিলিতে আর্মড ফোর্স দিবস, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক Talk.
সংকলক : স্বপন ঘোষ।
Khub valo lekha
উত্তরমুছুন