ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৭৬০ খ্রিস্টাব্দে বাংলার নবাবের পদ থেকে মিরজাফরকে অপসারণের জন্য মিরকাশিম ইংরেজ গভর্নর ভ্যান্সিটার্টের সঙ্গে এক গোপন চুক্তি স্বাক্ষর করেন।
২) ১৯১০ খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকরকে নাসিক জেলে রেখে ইংরেজ সরকার দ্বিতীয় নাসিক ষড়যন্ত্র মামলা শুরু করে।
৩)১৯২৯ খ্রিস্টাব্দে মোগলসরাই স্টেশন থেকে বেঙ্গল পুলিশ লাহোর জেলে অনশনে প্রয়াত বিপ্লবী যতীন দাসের মৃতদেহ সংগ্রহ করে। তারপর তা বায়ুনিরোধক শবাধারে হাওড়ায় এনে হাওড়ার টাউন হলে রাখা হয়।
৪) ১৯৩২ খ্রিস্টাব্দে বঙ্গবাসী কলেজের ছাত্র থাকাকালীন অস্ত্রশস্ত্র রাখার অভিযোগে বর্ধমানের মেমারীতে হরেকৃষ্ণ কোঙার গ্রেপ্তার হন।
৫)১৯৪৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক খাদ্য আন্দোলনের সূচনা হয়।
৬) ১৯৫৩ খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জের অষ্টম জেনারেল অ্যাসেম্বলি অধিবেশনে প্রথম ভারতীয় তথা প্রথম মহিলা হিসাবে বিজয়লক্ষ্মী পণ্ডিত সভাপতিত্ব করেন।
৭) ১৯৫৯ খ্রিস্টাব্দে ইউনেস্কো সাহায্যপ্রাপ্ত কার্যক্রম অনুসারে দিল্লিতে প্রথম দূরদর্শন কেন্দ্র বসানো হয়।
৮) ১৯৯৭ খ্রিস্টাব্দে প্রসার ভারতী বিল অনুসারে অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনকে স্বশাসিত সংস্থায় পরিণত করা হয়।
৯) আজকের দিনে জন্মেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র; প্রবাদপ্রতীম ভারতীয় ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বেশ্বরায়া; বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; বিপ্লবী সি পিল্লাই; তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই; স্বাধীনতা সংগ্রামী ইন্দুমতি পাটানকার প্রমুখ।
১০) আজকের দিনে প্রয়াত হন তামিল লেখক মারাইমালাই আদিগল; চিত্র পরিচালক কে ভি রেড্ডি; হায়দরাবাদের শেষ নিজামের পুত্র মোয়াজ্জম জং প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৭৮৯ খ্রিস্টাব্দে আমেরিকাতে Department of State প্রতিষ্ঠিত হয় এবং প্রথম নাগরিকদের কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়।
২) ১৮২০ খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবনে 'সাংবিধানিক বিপ্লব' সম্পন্ন হয়।
৩) ১৮৩০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লিভারপুল থেকে ম্যাঞ্চেস্টার রেললাইন পাতার কাজ সমাপ্ত হয়।
৪) ১৯১৬ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সোম্মির যুদ্ধে বিশ্বে প্রথমবার যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক ব্যবহার শুরু হয়।
৫) ১৯৩৫ খ্রিস্টাব্দে নাৎসি জার্মানি তাদের প্রতীক হিসাবে 'স্বস্তিকা' চিহ্নের ব্যবহার করে।
৬) ১৯৫৯ খ্রিস্টাব্দে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান।
৭) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি জ্যোতির্বিদ ও গণিতবিদ জিন সিলভিন বেইলি; আমেরিকান ঔপন্যাসিক জেমস ফেনিমোর কুপার; মেক্সিকোর প্রেসিডেন্ট পরফাইরো দিয়াজ; আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট; জামাইকান কবি ক্লড ম্যাকে প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ প্রযুক্তিবিদ আই কে ব্রুনেল; জার্মান দার্শনিক আর সি ইউকেন; আমেরিকান অভিনেতা জন হয়োট; কানাডিয়ান নৃতত্ববিদ ওয়েন টেফস প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে ইঞ্জিনিয়ার দিবস, বিশ্বেশ্বরায়া জয়ন্তী, তালনবমী তিথি, অনুকূল জয়ন্তী, আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস, আজারবাইজানে জ্ঞানচর্চা দিবস, আন্তর্জাতিক লিম্ফোমা সচেতন দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন