Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

‌ইতিহাসে আজ : ২৮ সেপ্টেম্বর ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ 


জাতীয় প্রেক্ষিত :

১) ১৭৫৬ খ্রিস্টাব্দে সিরাজ তাঁর মাসীর ছেলে, বিরোধী পারিবারিক জোটের অন্যতম মুখ পূর্ণিয়ার শাসক শওকত জঙ্গ এর বিরুদ্ধে অভিযান করেন।

২) ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতার প্রায় পঞ্চাশ হাজার নাগরিক দুর্গাপুজো উপলক্ষ্যে কালীঘাটের মন্দিরে সমবেত হয়ে বিলেতি দ্রব্য বর্জনের শপথ নেন। 

৩) ১৯৩২ খ্রিস্টাব্দে কলকাতা স্ট্র্যান্ড রোডে '‌দি স্টেটসম্যান' পত্রিকার সম্পাদক আলফ্রেড ওয়াটসনকে চার ব্যক্তি দ্বিতীয়বার হত্যার চেষ্টা করে।

৪) ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতছাড়ো আন্দোলনে অংশ নিয়ে ১৬ বছরের গৌরহরি কামিলা ও ধানশ্রী গ্রামের ৩৫ বছরের যুবক গুণধর সাহু পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। 

৫) ১৯৫৯ খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু আরতি সাহা ষোলো ঘন্টা কুড়ি মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। 

৬) ১৯৬২ খ্রিস্টাব্দে ধোলা পোস্টের কাছে ভারত ও চিনা সেনাবাহিনী গুলি বিনিময় করে। 

৭) ২০০৪ খ্রিস্টাব্দে বিশ্বব্যাঙ্ক ভারতকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বলে ঘোষণা করে ।

৮) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, অভিনেতা মহেশ কোঠারে,পরিচালক পুরী জগন্নাথ, অভিনেতা রণবীর কাপুর, অলিম্পিকে ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক বিজেতা অভিনব বিন্দ্রা, আধ্যাত্মিক সাধক সাই বাবা, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং প্রমুখ। 

৯) আজকের দিনে প্রয়াত হন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী জিয়া মহিউদ্দিন ডাগার, অভিনেতা চন্দ্রশেখর দুবে, কেরল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী সি কে মহম্মদ কোয়া, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ চন্দ্র মিশ্র প্রমুখ ।


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১)১৮৮৯ খ্রিস্টাব্দে General Conference on Weights and Measures (CGPM) মিটারের পরিমাপের একক হিসাবে স্বীকৃতি দেয় এবং মিটারের দৈর্ঘ্য নির্ধারণ করে।

২) ১৯১৯ খ্রিস্টাব্দে নেব্রাসকার ওমাহাতে জাতিদাঙ্গা শুরু হয়। 

৩) ১৯৫১ খ্রিস্টাব্দে CBS বাজারে সহজলভ্য রঙিন টেলিভিশন বাজারে আনে। 

৪) ১৯৮৬ খ্রিস্টাব্দে তাইওয়ানের প্রথম বিরোধী দল হিসাবে স্বীকৃতি পায় Democratic Progressive Party. 

৫) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি ঐতিহাসিক প্রসপার ম্যারিমি,ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেশোঁ, আমেরিকান লেখক কে ডি উইগি, নোবেল পুরস্কার জয়ী ফরাসি রসায়নবিদ হেনরি মইশান, স্প্যানিশ স্থপতি মিগুয়েল অরটিজ বেরোকল প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ কবি জসুয়া সিলভেস্টার, জার্মান ভূগোলবিদ কার্ল রিটার, আমেরিকান কেমিস্ট সাম রুবেন, মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাশের প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে শ্রদ্ধা সপ্তমী, মহালক্ষ্মী ব্রত, চেক প্রজাতন্ত্রে চেক স্টেটহুড দিবস, ক্ষুধা থেকে মুক্তি দিবস, ফিলিপিন্স এ শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে জাতীয় সচেতনতা দিবস, তাইওয়ানে শিক্ষক দিবস, আজ বিশ্ব জলাতঙ্ক দিবস।

সংকলক : স্বপন ঘোষ। ‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন