ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৮৯৮ খ্রিস্টাব্দে বঙ্গীয় ব্যবস্থাপক সভায় ক্যালকাটা মিউনিসিপ্যাল বিল গৃহীত হয়।
২) ১৯৪২ খ্রিস্টাব্দে মেদিনীপুরের তমলুকে এক গোপন সভায় মিলিত হয়ে তমলুক মহকুমার থানা, আদালত ধ্বংস করার সিদ্ধান্ত বিদ্রোহীরা গ্রহণ করে। মেদিনীপুরের প্রখ্যাত কংগ্রেস নেতা অজয় মুখোপাধ্যায় ও সুশীল ধাড়ার নেতৃত্বে সামরিক পদ্ধতিতে গঠিত 'বিদ্যুৎ বাহিনী' এই সিদ্ধান্ত কার্যকর করার ভার গ্রহণ করে।
৩) ১৯৪৩ খ্রিস্টাব্দে চতুর্থ মাদ্রাজ উপকূল বাহিনীর সদস্য মানকুমার বসু ঠাকুর, নন্দকুমার দে, দুর্গাদাস রায়চৌধুরী, নিরঞ্জন বড়ুয়া, চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, ফণিভূষণ চক্রবর্তী, সুনীল কুমার মুখোপাধ্যায়কে সামরিক আইন আইনানুসারে মাদ্রাজ দুর্গে ফাঁসি দেওয়া হয়।
৩) ১৯৪৪ খ্রিস্টাব্দে গান্ধী–জিন্নার আলোচনা শেষ হয়। এই আলোচনায় পরিস্থিতি বিচার করে গান্ধীজী নিজে থেকে দেশ বিভাগে সম্মতি দেন।
৪) ১৯৯৭ খ্রিস্টাব্দে ওড়িশার বালাসোরে চাঁদিপুর–অন–সি থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল 'নাগ' সাফল্যের সঙ্গে পরীক্ষা করা হয়।
৫) ২০১৩ খ্রিস্টাব্দে একটি বহুতল আবাসন ভেঙে পড়ায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
৬) ২০১৮ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট ১৫৮ বছরের পুরনো ব্যাভিচার নিয়ন্ত্রণমূলক আইনকে বাতিল বলে ঘোষণা করে। কারণ সুপ্রিম কোর্টের বিচারে এই আইন ভারতীয় নারীর আত্মমর্যাদার পক্ষে হানিকারক ছিল।
৭) আজকের দিনে জন্মেছিলেন আধ্যাত্মিক নেত্রী মাতা অমৃতানন্দমায়ী, ভারতীয় কূটনীতিক এস আর চিনয়, ভারতীয় রাজনীতিক ম্যাথু টি থমাস, হিন্দি সিনেমার প্রযোজক ও পরিচালক যশ চোপড়া প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় নবজাগরণের অগ্রদৃত রাজা রামমোহন রায়, বাঙালি কবি ও সমাজকর্মী কামিনী রায়, প্রখ্যাত গণিতবিদ এস আর রঙ্গনাথন, তেলেগু রাজনীতিক এম ভি কৃষ্ণরাও, শাস্ত্রীয় সংগীত শিল্পী শোভা গুর্তু প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮২৫ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম স্টিম ইঞ্জিন চালিত রেলগাড়ি স্টকটন অ্যান্ড ডারলিংটন রেলপথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
২) ১৯৩০ খ্রিস্টাব্দে গল্ফ এর গ্রান্ড স্লাম জয় করেন ববি জোন্স।
৩) ১৯৪০ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি, জাপান ও ইটালি ত্রিপাক্ষিক অক্ষচুক্তি সম্পাদন করে।
৪) ১৯৬২ খ্রিস্টাব্দে পরিবেশ বিদ্যা বিষয়ক বিখ্যাত গ্রন্থ রাচেল কারসেন এর 'Silent Spring' প্রকাশিত হয়।
৫) ১৯৮৮ খ্রিস্টাব্দে বার্মাতে অং সান সু কি'র নেতৃত্বে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে National League for Democracy নামক দল গড়ে ওঠে।
৬) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান দার্শনিক স্যামুয়েল অ্যাডাম, জার্মান কেমিস্ট হার্মান কোলবে, বেলজিয়ান ভূ তাত্ত্বিক এম এফ রেনার্ড, নোবেল জয়ী ইংরেজ জ্যোতির্বিদ মার্টিন রাইল, নোবেল জয়ী ইংরেজ মনোবিদ রবার্ট এডোয়ার্ড প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন নোবেল জয়ী অস্ট্রিয়ান চিকিৎসক জেন ডব্লিউ জুরেখ, আমেরিকান কবি হিলডা ডুলিটিল,জার্মান চিকিৎসক হেলমুট ক্যালমেয়ার, ইংরেজ চিত্র পরিচালক ডেভিড ক্রফ্ট প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে রোহিনী ব্রত, তুর্কমেনিস্তানের স্বাধীনতা দিবস, আমেরিকায় জাতীয় সমকামী সচেতনতা দিবস, বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব বধির দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন