Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌৪ সেপ্টেম্বর, ২০২১

 টোটো চালকদের অবরোধ

বনগাঁ শহরে টোটো চলাচল নিয়ে বিবাদ বাঁধলো। আর তাকে কেন্দ্র করে বনগাঁর বাটা মোড় অবরোধ হল। বনগাঁ শহরে মূলত টোটো চালকদের দুটি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে একটি নিমতলা টোটো ইউনিয়ন অন্যটি স্টেশন রোড টোটো ইউনিয়ন। নিমতলা টোটো ইউনিয়নের অভিযোগ, তাদের টোটোদের স্টেশন রোডে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর তারই প্রতিবাদে শনিবার দুপুরে তারা বাটা মোড় অবরোধ করেন। এব্যাপারে আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ জানান, 'দিন কয়েক আগে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হয় যে, এই দুই ইউনিয়নের ১০০ টি করে মোট ২০০ টি টোটোকে তালিকাভূক্ত করে তা নির্দিষ্ট রুটে চালাতে হবে। সেই তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়ার কথা থাকলেও সেই কাজ এখনও সম্পন্ন হয় নি। আর তাই প্রশাসনিক সিদ্ধান্ত ঠিকভাবে কার্যকরী হচ্ছে না। আমি চাই, সবাই দরিদ্র মানুষ। সবাই মিলেমিশে ‌সরকারি নির্দেশ মেনে টোটো চালান।'


ভোট হোক শান্তিপূর্ণ

'করোনা পরিস্থিতি অনুকূল হলে আগে পুরসভা নির্বাচন হোক। তারপর উপনির্বাচন। এমনই চেয়েছিলাম আমরা।'‌ শনিবার সিউড়িতে এমনই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি চান, বিধানসভা উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। মানুষ পছন্দমতো নিজের ভোটটি নিজে দিতে পারুন। সিবিআই এর তদন্ত প্রসঙ্গে সন্তোষপ্রকাশ করে তিনি এদিন বলেন, সিবিআই সঠিকভাবে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি নির্যাতিতরা সঠিক বিচার পাবেন। বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ আন্দোলন করতে পারেন। দিল্লিতেও আন্দোলন চলছে। তবে বিশ্বভারতীতে যেভাবে উপাচার্যকে গৃহবন্দি করে তাঁর দৈনন্দিন প্রয়োজনটুকুও মেটাতে দেওয়া হচ্ছে না, সেটি ঠিক হচ্ছে না।

                                  --------------------




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন