আজকের দিনটি
জাতীয় প্রেক্ষিত :
১) ১৮৭২ খ্রিস্টাব্দে জন্ম হয় প্রখ্যাত চরমপন্থী জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ ঘোষের।
২) ১৯০৬ খ্রিস্টাব্দে বৌবাজারের এক বাড়িতে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান 'বেঙ্গল ন্যাশনাল কলেজ এন্ড স্কুল' চালু হয়। অধ্যক্ষ অরবিন্দ ঘোষ ও অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন সখারাম গনেশ দেউস্কর, রাধাকুমুদ মুখোপাধ্যায় ও হারাণচন্দ্র চাকলাদার। পরবর্তীকালে (১৯৫৫) এই প্রতিষ্ঠানেরই নাম হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়।
৩) ১৯৪৫ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ সরকারের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়, আজাদ হিন্দ ফৌজের কর্মী ও অসামরিক ব্যক্তিদের কাজ থেকে অব্যহতি দেওয়া, তাঁদের প্রত্যেককে ছয় মাসের বেতন প্রদান এবং ঝাঁসীর রানী বাহিনীর মহিলা সৈনিকরা যাতে তাঁদের পরিবারের কাছে যেতে পারেন, তার ব্যবস্থা করা।
৪) ১৯৪৬ খ্রিস্টাব্দে বোম্বাইতে জওহরলাল জিন্নার সঙ্গে সাক্ষাৎ করলেও জিন্না ক্যাবিনেট মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
৫) ১৯৪৭ খ্রিস্টাব্দে রাত ১২ টায় ব্রিটিশ সরকার তার উপনিবেশ ভারতকে 'ভারত' ও 'পাকিস্তান' নামে দুই ডোমিনিয়নে বিভক্ত করে ক্ষমতা হস্তান্তর করে। ভারত ডোমিনিয়নের ক্ষমতা কংগ্রেসের হাতে এবং পাকিস্তান ডোমিনিয়নের ক্ষমতা মুসলিম লীগের হাতে অর্পণ করা হয়। ডোমিনিয়নের অর্থ ঔপনিবেশিক স্বায়ত্বশাসনপ্রাপ্ত দেশ। ঔপনিবেশিক শাসনে ডোমিনিয়ন আসলে একটা কৌশল : নিয়ন্ত্রণ না থাকলেও অদৃশ্য এক কর্তৃত্ব ধরে রাখার প্রচেষ্টা। সদ্যোজাত স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রদুটি বাস্তব পরিস্থিতির কারণে তখনই ডোমিনিয়নের মেকি জমকালো পোশাকটা খুলে ফেলেনি।
মধ্যরাত্রি ১২টায় অল ইন্ডিয়া রেডিও থেকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দেন।
পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল নিযুক্ত হন চক্রবর্তী সি. রাজাগোপালাচারী।
বীরত্ব প্রদর্শনের জন্য 'পরমবীর চক্র', 'মহাবীর চক্র' ও 'বীরচক্র' পদক দেবার কথা ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়।
৬) ১৯৫৪ খ্রিস্টাব্দে গোয়াতে পর্তুগীজ শাসনের অবদানের জন্য গোয়ার স্বাধীনতা সংগ্রামীদের প্রচেষ্টা শুরু।
৭) ১৯৫৫ খ্রিস্টাব্দে পর্তুগীজ পুলিশের গুলিতে ৩১ জন সত্যাগ্রহী নিহত ও চুয়াল্লিশজন আহত হন।
৮) ১৯৬১ খ্রিস্টাব্দে অমৃতসরে আকালি নেতা 'পাঞ্জাবি সুবা'র দাবিতে আমরণ অনশনে বসেন।
৯) ১৯৬৫ খ্রিস্টাব্দে নতুন দিল্লিতে দূরদর্শন সম্প্রচারের উদ্বোধন হয়।
১০) ১৯৮২ খ্রিস্টাব্দে উপগ্রহ ইনস্যাট–১ এর
মাধ্যমে দিল্লি দূরদর্শন থেকে নিয়মিত রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১১) ১৯৯৩ খ্রিস্টাব্দে দূরদর্শন নতুন পাঁচটি স্যাটেলাইট চ্যানেল শুরু করে।
১২) ১৯৯৭ খ্রিস্টাব্দে সারা ভারত জুড়ে স্বাধীনতার ৫০ বছর পুর্ত্তি উৎসব পালন করা হয়।
১৩) ২০২১ খ্রিস্টাব্দের আজকের দিনটি ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১০৯৬ খ্রিস্টাব্দে যীশুখ্রিস্টের পবিত্র জন্মস্থান জেরুজালেমের দখল নিয়ে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়।
২) ১৫৩৪ খ্রিস্টাব্দে ইগনেসিয়াস লয়োলা Society of Jesus প্রতিষ্ঠা করলেন।
৩) ১৮৪৩ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেন এ অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন বিনোদন পার্ক টিভোলি গার্ডেন এর উদ্বোধন হয়।
৪) ১৯১৪ খ্রিস্টাব্দে পানামা খাল SS Ancon চলাচলের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
৫) ১৯৪৭ খ্রিস্টাব্দে মহম্মদ আলি জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।
৬) ১৯৬০ খ্রিস্টাব্দে রিপাবলিক অফ কঙ্গো (ব্রাজাভিল) ফ্রান্সের অধীনতা মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে।
৭) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান সাহিত্যিক এডনা ফারভার, নোবেল বিজয়ী ফরাসি চিকিৎসক লুইস ডি ব্রোগলি, নিউজিল্যান্ডের জ্যোতির্বিদ আব্রাহাম ওয়াচনার,জাপানি আর্ট ডিরেক্টর ইয়োশিরো মারাকি, আমেরিকান সিঙ্গার রোজ ম্যাডক্স, আমেরিকান সিঙ্গার জো জোনস ।
সংকলক : স্বপন ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন