আজকের দিনটি
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯০৬ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাশ প্রকাশ্যে দার্জিলিং শহরে বঙ্গভঙ্গের বিরোধীতা করলেন, সাধারণ জনমানসে যার ব্যাপক প্রতিক্রিয়া হয়।
২) ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতছাড়ো আন্দোলন চলাকালে বাংলার ছোটলাট ফ্রান্সিস স্লেক বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি ও তার শাখাগুলিকে বেআইনী ঘোষণা করেন।
৩)১৯৪৬ খ্রিস্টাব্দে ওয়ার্ধায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির অধিবেশন বসে এবং সেখানে জওহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তী মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
৪) ১৯৫০ খ্রিস্টাব্দে ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের নতুন নামকরণ করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
৫) ১৯৫৬ খ্রিস্টাব্দে লোকসভায় সিদ্ধান্ত হয়, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশক্রমে ১৯৫৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ১৪ টি নতুন রাজ্য গঠন করা হবে।
৬) ১৯৯৩ খ্রিস্টাব্দে ভারতের বাইরে গান্ধীবাদ প্রচারের জন্য ফরাসি নাগরিক জোহান গালটাং যমুনালাল বাজাজ পুরস্কার লাভ করেন।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮০৯ খ্রিস্টাব্দে স্পেনের কাছ থেকে স্বাধীনতা পেয়ে ইকুয়েডরের নতুন রাজধানী হয় কুইটো।
২) ১৮৯৭ খ্রিস্টাব্দে জার্মান কেমিস্ট ফেলিক্স হফম্যান আবিষ্কার করলেন অ্যাসিটিস্যালিক্লিক অ্যাসিড।
৩) ১৯২০ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত অটোমান তুর্কি সুলতান মিত্রপক্ষের সঙ্গে সেভরের চুক্তি স্বাক্ষরে বাধ্য হলেন।
** আজকের দিনে ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভি ভি গিরি, আমেরিকান অভিনেতা জেফ কুরে, ফরাসি দার্শনিক জে এফ লিওটার্ড, ডাকাত রাণি ফুলন দেবী জন্মগ্রহণ করেন।
** আজকের দিনটি আন্তর্জাতিক বায়োডিজেল দিবস এবং ইন্দোনেশিয়ার জাতীয় ভেটেরাণ দিবস।
সংকলক : স্বপন ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন