আজকের দিনটি
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯০৬ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে কলকাতায় জাতীয়শিক্ষা পরিষদের প্রতিষ্ঠা হয়।
২) ১৯৩৭ খ্রিস্টাব্দে 'আন্দামান বন্দি মুক্তিদিবস' পালিত হয় ।
৩) ১৯৪৪ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের নির্ভীক সহযোদ্ধাদের কাছে এগিয়ে যাবার লক্ষ্যে বিশেষ নির্দেশ দেন।
৪) ১৯৪৫ খ্রিস্টাব্দে জাপান সরকারের দূত ও মন্ত্রী টি. হাসিয়া সুভাষচন্দ্র বসুকে আত্মসমর্পণের পরামর্শ দিলেন।
৫) ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাশাপাশি দিল্লিতে গণপরিষদের বৈঠক বসলে গণপরিষদ লর্ড মাউন্টব্যাটেনকে গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ করেন ।
৬) ১৯৮৮ খ্রিস্টাব্দে মোরারজি দেশাইকে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান 'নিশান ই পাকিস্তান' দিয়ে সম্মানিত করা হয়।
৭) ১৯৯৩ খ্রিস্টাব্দে এলাহাবাদ হাইকোর্ট সুপারিশ করে : রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স ৬০ করা হোক।
৮) আজকের দিনটি ভারতীয় লেখক শান্তা গোখেল, অভিনেতা জনি লিভার, মনিশ বেহেল, ক্রিকেটার প্রবীণ আমরে, শিল্পী সুনিধি চৌহান প্রমুখের জন্মদিন।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮৮৫ খ্রিস্টাব্দে জাপান প্রথম মরিচারোধক পেইন্ট তৈরি করে পেটেন্ট পায়।
২) ১৯০০ খ্রিস্টাব্দে চিনে বক্সার বিদ্রোহের পর আট জাতির মৈত্রী জোট গঠিত হয়।
৩) ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের প্রথম যুদ্ধ লোরেনের যুদ্ধ শুরু হয়।
৪) ১৯৩৫ খ্রিস্টাব্দে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট সামাজিক নিরাপত্তা আইনে বিশ্বে প্রথম অবসরপ্রাপ্তদের জন্য পেনশন চালু করেন।
৫) ১৯৭১ খ্রিস্টাব্দে বাহরিন স্বাধীনতা লাভ করে।
৬) ২০১৩ খ্রিস্টাব্দে মিশরে জাতীয় জরুরী অবস্থা ঘোষিত হয়।
৭) আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ কবি ল্যানডন, আমেরিকান কবি আর্নেস্ট থেয়ার, এস্টোনিয়ান পরিচালক থিওডোর লুটস, আমেরিকান সাঁতারু ডেবি মেড প্রমুখ।
সংকলক : স্বপন ঘোষ
👍🏻
উত্তরমুছুন