আজকের দিনটি
জাতীয় প্রেক্ষিত :
১) ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ চলাকালে ইংরেজরা তাদেরকে আত্মসমর্পণের বারবার আহ্বান জানালেও সাঁওতালরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছিল।
২) ১৯০৬ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের ডাক বিভাগের পাঁচশো কর্মী বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করেন।
স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে মাদ্রাজে প্রত্যাবর্তন করেন।
ময়মনসিংহে হেমেন্দ্রকিশোর আচার্য 'সাধনা সমাজ' নামে একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন।
৩) ১৯০৯ খ্রিস্টাব্দে লন্ডনের পেনটেলবিলা জেলে বিপ্লবী মদনলাল ধিংড়ার ফাঁসি হয়।
৪) ১৯৩৯ খ্রিস্টাব্দে কংগ্রেস সভাপতি রাজেন্দপ্রসাদ প্রাদেশিক কমিটি বাতিল করে দিলে সুভাষচন্দ্রের অনুগামীরা বিদ্রোহ ঘোষণা করেন।
৫) ১৯৪৫ খ্রিস্টাব্দে সকাল সাড়ে সাতটায় সুভাষচন্দ্র ব্যাংকক ত্যাগ করেন। তাঁর সঙ্গে ছিলেন কর্ণেল হাবিবুর রহমান, মেজর আবিদ হোসেন, কর্ণেল প্রীতম সিং, কর্ণেল গুলজারা সিং, এস.এ. আয়াত, দেবনাথ দাশ, লে. জেনারেল ইসোদা, টী হাসিয়া এবং নেগিলি। তাঁদের বিমান সায়গনের মাটিতে নামে সকাল ১০টা বেজে ১৫ মিনিটে।
৬) ১৯৪৬ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আলোচনার জন্য বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করেন জওহরলাল নেহেরু।
৭) ১৯৪৭ খ্রিস্টাব্দে দুই বাংলার সীমান্ত বিভাজনের জন্য সীমান্ত কমিশনের রায় প্রকাশিত হয়।
৮) আজকের দিনে জন্মেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ওয়াই ভি রিজার্ভ, অভিনেতা শরোদ সাক্সেনা, চলচ্চিত্র নির্মাতা শঙ্কর সম্মুগম, হিন্দি ভাষার সাহিত্যিক অমৃতলাল নাগর প্রমুখ।
৯) আজকের দিনে প্রয়াত হন শহীদ মদনলাল ধিংড়া, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিশ বিহারী দাস,আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর স্যার জন মার্শাল, তেলেগু সাহিত্যিক কে.কে.রাও, বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য ফিল্ম এডিটর দুলাল দত্ত প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮০৮ খ্রিস্টাব্দের ফিনল্যান্ডে আলাফাসের যুদ্ধ সংঘটিত হয়।
২) ১৮২৭ খ্রিস্টাব্দে ডাচ রাজা প্রথম উইলিয়াম ও পোপ দ্বাদশ লিও'র মধ্যে ধর্ম –মিমাংসা চুক্তি সম্পাদিত হয়।
৩) ১৮৬৪ খ্রিস্টাব্দে আমেরিকায় গৃহযুদ্ধ চলাকালীন গেইনসভিল এর যুদ্ধে কনফেডারেট শক্তি ইউনিয়ন শক্তিকে পরাজিত করে।
৪) ১৯৪৩ খ্রিস্টাব্দে প্রথম কুইবেক সম্মেলন অনুষ্ঠিত হয় চার্চিল, রুজভেল্ট ও ডব্লিউ. এল. ম্যাকেঞ্জির মধ্যে।
৫) ১৯৪৫ খ্রিস্টাব্দে ডাচ শক্তির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জননেতা সুকর্ণ ও ড. হাত্তা স্বাধীনতা ঘোষণা করেন।
৬)১৯৭৭ খ্রিস্টাব্দে সোভিয়েত জাহাজ 'আর্কটিকা প্রথম উত্তর মেরুতে পৌছায়।
৭) ১৯৮৮ খ্রিস্টাব্দে এক বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়া–উল–হক এবং আমেরিকান রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল প্রয়াত হন।
৮) ১৯৯৮ খ্রিস্টাব্দে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হোয়াইট হাউস কর্মী মনিকা লিউইনস্কি'র যৌন ব্যাভিচারের ঘটনা প্রথম প্রকাশ্যে আসে।
৯) ২০০৫ খ্রিস্টাব্দের আজকের দিনে সন্ত্রাসবাদীরা বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে ৬৩ টি জেলার ৩০০ টি স্থানে ৫০০ টি টাইমবোমা লাগিয়েছিল বিস্ফোরণের জন্য।
১০) আজকের দিনে জন্মেছিলেন সুইডিশ লেখিকা ফেড্রিকা ব্রিমার, ফরাসি প্রবাদপ্রতীম নিউরোলজিস্ট জে বি লুইস, ইংরেজ কবি ডব্লিউ এস ব্লান্ট, আমেরিকান ঐতিহাসিক ও ডব্লিউ লারকিন, ইংরেজ ভূগোলবিদ এম জেলার ওয়াইজ প্রমুখ।
১১) আজকের দিনে প্রয়াত হন বিখ্যাত ডাচ চিকিৎসক আর ডি গ্রাফ, জার্মান ভাষাবিদ উইলহেম ব্লেক, আমেরিকান ঔপন্যাসিক কনরাড আইকেন, কানাডিয়ান অভিনেতা আর্থার হিলার প্রমুখ।
সংকলক : স্বপন ঘোষ
Valo lekha.
উত্তরমুছুন