আজকের দিনটি
জাতীয় প্রেক্ষিত :
১) ১৮৭১ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মেছিলেন আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর এবং ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের অন্যতম প্রতিষ্ঠাতা অবনীন্দ্রনাথ ঠাকুর।
২) ১৯০৫ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের প্রতিবাদে ব্রিটিশ দ্রব্য বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করে।
৩) ১৯০৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বারীন ঘোষ সম্পাদিত 'যুগান্তর' পত্রিকার অফিসে তল্লাশি করতে এলে জনতা - পুলিশ তীব্র সংঘর্ষ বেঁধে যায়।
৪) ১৯৪০ খ্রিস্টাব্দে ভারতীয় ব্রিটিশ সরকারের এক্সিকিউটিভ কাউন্সিলে কংগ্রেসকে যোগদান করার জন্য ভাইসরয় আমন্ত্রণ জানান।
৫) ১৯৪১ খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার জোড়াসাঁকোতে নিজেদের বাসভবনে প্রয়াত হন বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক, বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
৬) ১৯৪২ খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রস্তাবিত নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠকে অহিংস গণআন্দোলন চালাবার প্রস্তাব গৃহীত হয়।
৭) ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশবিভাগজনিত 'মাউন্টব্যাটেন প্রস্তাব' ভারতীয় নেতৃবৃন্দের কাছে উত্থাপিত হলে ভারতীয় নেতৃবৃন্দ তাতে সম্মতি জানান।
৮) ১৯৫৬ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশিষ্ট শিক্ষাবিদ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়ের জীবনবসান ঘটে।
৯) ১৯৮৫ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড অ্যামেচার বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে তৃতীয় ভারতীয় হিসাবে গীত শেঠির বিশ্বজয়ী খেতাব।
১০) ১৯৯০ খ্রিস্টাব্দে মণ্ডল কমিশনের সিদ্ধান্ত অনুসারে ২৭ শতাংশ চাকরি সামাজিক ও শিক্ষায় অনগ্রসর মানুষদের জন্য সংরক্ষিত হবে– প্রধানমন্ত্রী ভি পি সিংহের ঘোষণা।
১১) আজকের দিনটিকে ২০১৫ সাল থেকে ভারতে 'জাতীয় হ্যান্ডলুম দিবস' হিসাবে পালন করা হচ্ছে। ১৯০৫ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ–বিরোধী স্বদেশী আন্দোলনের স্মরণে দেশীয় উদ্যোগকে স্বাগত জানাতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৭৮৬ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য প্রথম সংস্করণবিধি প্রয়োগ হলো।
২) ১৯৪২ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সফল যুদ্ধ:গুয়াডালকানাল এর যুদ্ধ।
৩) ১৯৬০ খ্রিস্টাব্দে আইভরি কোস্ট ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
৪) ১৯৭৪ খ্রিস্টাব্দে ফিলিপ পেটিট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই টাওয়ারের মধ্যে ৪১৭ মিটার তারের ওপর দিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড করেন।
৫) ১৯৮৭ খ্রিস্টাব্দে লিন কক্স প্রথম ব্যক্তি হিসাবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অবস্থিত বেরিং প্রণালী সাঁতরে পার হয়ে ঠাণ্ডা যুদ্ধরত দুই দেশের মধ্যে মিমাংসার বার্তা দেন।
৬) আজকের দিনটি আমেরিকার 'ন্যাশনাল পার্পল হার্ট ডে', সেন্ট কিটস এর 'মুক্তিদিবস' এবং কিরিবাটি'র 'যুবদিবস'।
সংকলক : স্বপন ঘোষ
খুব ভালো লেখা
উত্তরমুছুন