আজকের দিনটি
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯১৭ খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত'র অন্তরীণের বিরুদ্ধে রবীন্দ্রনাথের নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হলেও টাউন হল কর্তৃপক্ষ হল দিতে অস্বীকার করলে রামমোহন হলে এইদিন সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ 'কর্তার ইচ্ছায় কর্ম' প্রবন্ধটি পাঠ করেন।
২) ১৯৫০ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভাইসরয় লিনলিথগো 'আগস্ট প্রস্তাব' পেশ করেন : এতে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতীয়দের জন্য শাসনতন্ত্র রচনা ও বড়লাটের শাসন পরিষদ সম্প্রসারণের কথা বলা হয়।
৩) ১৯৪২ খ্রিস্টাব্দে বোম্বাইতে নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠকে গান্ধীজীর নেতৃত্বে 'ভারতছাড়ো আন্দোলন' ঘোষণা করা হয়। আন্দোলনের স্লোগান ছিল : 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' (Do or Die)।
ওইদিনই মাঝরাতে গান্ধীজীসহ কংগ্রেসের প্রথম সারির সব নেতাকে গ্রেপ্তার করা হয়।
৪) ১৯৪৩ খ্রিস্টাব্দে জাপানে INA এর ভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর সুভাষচন্দ্র এর নামকরণ করেন 'আজাদ হিন্দ ফৌজ'।
৫) ১৯৪৪ খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকারের অবসান ঘটে।
৬) ১৯৪৭ খ্রিস্টাব্দে হায়দরাবাদের নিজাম ভারতভূক্তির ব্যাপারে আপত্তি জানায়।
৭) ১৯৫৫ খ্রিস্টাব্দে পরমাণু শক্তির অহিংসামূলক ব্যবহার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেন হোমি জাহাঙ্গীর ভাবা।
৮) ১৯৮৮ খ্রিস্টাব্দে পৃথিবীতে প্রথম ভারতের মূক ও বধির সাঁতারু তারানাথ শেনয় জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হন।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৭৮৬ খ্রিস্টাব্দে ফরাসি–ইটালি সীমান্তে অবস্থিত আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ 'মঁ ব্লাঁ' প্রথমবার আরোহণ করেন জ্যাকস বালম্যাট এবং ড. মাইকেল গ্যাব্রিয়েল।
২) ১৮৭৬ খ্রিস্টাব্দে টমাস এডিসন মাইমিওগ্রাফ এর পেটেন্ট গ্রহণ করেন।
৩) ১৯০৮ খ্রিস্টাব্দে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম তাঁদের প্লেন জনসমক্ষে প্রকাশ করেন।
৪) ১৯৪৫ খ্রিস্টাব্দে ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন 'লন্ডন চার্টার' এ স্বাক্ষর করে।
৫) ১৯৬৭ খ্রিস্টাব্দে Association for South East Asian Nations (ASEAN) প্রতিষ্ঠিত হয়।
৬) ১৯৭৪ খ্রিস্টাব্দে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ ঘোষণা করেন।
৭) ১৯৮৮ খ্রিস্টাব্দে রেঙ্গুনে
'৮৮৮৮' আন্দোলন শুরু হয়।
৮) ১৯৮১ খ্রিস্টাব্দে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের অন্যতম, টেনিস খেলোয়াড় রজার ফেডেরার জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডের বাসেল শহরে।
** আজকের দিনটি 'হ্যাপিনেস হ্যাপেন্স ডে', 'ইন্টারন্যাশনাল ক্যাট ডে', তাঞ্জানিয়াতে 'নানে নানে ডে' এবং ইউক্রেনে 'সিগনাল ট্রুপস ডে' হিসাবে পালিত হয়।
সংকলক : স্বপন ঘোষ
------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন