Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ১৬ আগস্ট ২০২১

 ‌

Today-is-the-day

আজকের দিনটি

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৮৫৭  খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ চলাকালীন নানাসাহেবের অনুচর তাঁতিয়া টোপি তাঁর পক্ষে চার হাজার লোক সংগ্রহ করলেও ব্রিটিশ সেনাপতি হ্যাভলকের কাছে পরাজিত হন। 

২) ১৯০৬ খ্রিস্টাব্দে হেমচন্দ্র কানুনগো বোমা তৈরির করার ব্যাপারে শিক্ষাগ্রহণ করার জন্য ইউরোপ যান। 

৩) স্বাক্ষরবিহীন প্রবন্ধের জন্য অরবিন্দ ঘোষ গ্রেফতার হন।

৪) ১৯০৯ খ্রিস্টাব্দে খুলনা জেলার নাঙ্গালা নামক স্থানে বিপ্লবীরা উল্লেখযোগ্য রাজনৈতিক ডাকাতি করে।

৫) ১৯৩৩ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রতিবাদে পুনার জারবেদা জেলে গান্ধীজী আমরণ অনশন শুরু করেন।

৬) ১৯৩৭ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ছোটলাট আন্ডারসনকে চিঠি দিলেন আন্দামানে আটক ভারতীয় বন্দিদের মুক্তির দাবিতে। 

৭) ১৯৪৬ খ্রিস্টাব্দে মুসলিম লীগের 'প্রত্যক্ষ সংগ্রাম' দিবসে হোসেন সুরাবর্দীর নেতৃত্বে সরকারি উদ্যোগ ও অনুপ্রেরনায় ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয। কলকাতায় ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলা এই নারকীয় দাঙ্গার ঘটনায় কয়েকশো মানুষের প্রাণ গিয়েছিল– যা 'great Calcutta killing' নামে ইতিহাসে স্মরণীয়।

৮) ১৯৯৭ খ্রিস্টাব্দে আমেরিকায় সংগীত প্রসারে অবদানের জন্য ওস্তাদ আলি আকবর খান কে আমেরিকার কলা জগতের সর্বোচ্চ সম্মান 'ন্যাশনাল এনডাউমেন্ট অফ আর্টস ইন আমেরিকা' দিয়ে সম্মানিত করা হয়।  

৯) আজকের দিনে জন্মেছিলেন সেতারবাদক মণিলাল নাগ, ভারতীয় নিউরোকেমিস্ট ও গ্লাইকোবাইলোজিস্ট বিমল কুমার বাচাওয়াত, অভিনেতা সইফ আলি খান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পরিচালক ডেভিড ধাওয়া প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 


১) ১৭৮০ খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতাযুদ্ধের অধীন ক্যামডেনের যুদ্ধে আমেরিকার কাছে ব্রিটেন পরাজিত হয়। 

২) ১৭৯৩ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে ন্যাশনাল কনভেনশন কাজ শুরু করে।

৩) ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো‌–প্রাশিয় যুদ্ধের অধীনে 'মার্শা–লা–ট্যুর' এর যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে প্রাশিয়া। 

৪) ১৯১৩ খ্রিস্টাব্দে জাপানের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে তোহোকো বিশ্ববিদ্যালয় মহিলা ছাত্রীদের ভর্ত্তির সুযোগ দেয়।

৫) ২০০৫ খ্রিস্টাব্দে ওয়েস্ট ক্যারিবিয়ন এয়ারওয়েজ ফ্লাইট ৭০৮ দুর্ঘটনায় পড়ে এবং ১৬০ জন যাত্রী প্রাণ হারান। 

৬) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান কার্টুনিস্ট ওটো মেসমার, আমেরিকান বাইওকেমিস্ট ও ভাইরোলোজিস্ট ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, জার্মান অর্থনীতিবিদ ই এফ সুমাখার, তুরস্কের প্রবাদপ্রতীম ফটোগ্রাফার আরা গুলার,মেক্সিকোর গায়ক ফ্লোর সিলভার, আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ম্যাডোনা প্রমুখ। 

সংকলক :স্বপন ঘোষ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন