আজকের দিনটি
জাতীয় প্রেক্ষিত :
১) ১৩৪৭ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান গাঙ্গু বাহমনি রাজবংশের প্রতিষ্ঠা করেন।
২) ১৯০৮ খ্রিস্টাব্দে বিহারের মজঃফরপুর জেলে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। গোটা দেশে এই দিনটিকে 'শহীদ দিবস' হিসাবে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
৩) ১৯৪২ খ্রিস্টাব্দে বিহারের পাটনা শহরে সামরিক বাহিনীর গুলিতে সাত জন ছাত্র নিহত ও বহুজন আহত হয়।
৪) ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তানের গণপরিষদ মহম্মদ আলি জিন্নাকে সভাপতি নির্বাচিত করে। গণপরিষদ জিন্নাকে 'কায়েদ–এ আজম' বা মহান নেতা আখ্যা দেন।
৫) ১৯৬১ খ্রিস্টাব্দে পর্তুগীজ ভূখণ্ড দাদরা ও নগরহাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরার সঙ্গে সংযুক্ত হয়।
** আজকের দিনটি 'জাতীয় পুত্র ও কন্যা দিবস' হিসাবে পালিত হয়।
** আজকের দিনে জন্মেছিলেন অভিনেতা সুনীল শেঠ্ঠী, ভারতীয় শুটার ভগীরথ সামাই, ভারতীয় মহিলা ক্রিকেটার নেহা তানোয়ার ও হরপ্রীত সিং ভাঠিয়া প্রমুখ।
** ১৯৭৭ খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা জহর রায়।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৯১৮ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ অ্যামিয়েন্সের যুদ্ধ ও সন্ধির মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
২) ১৯১৯ খ্রিস্টাব্দে জার্মানীতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
৩) ১৯৫২ খ্রিস্টাব্দে হুসেন বেপ তালাল জর্ডনের রাজা হন।
৪) ১৯৬০ খ্রিস্টাব্দে আফ্রিকার চাঁদ স্বাধীনতা ঘোষণা করে।
৫) ১৯৭২ খ্রিস্টাব্দে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা ভিয়েতনামের কাছে পরাজিত হয়।
** আজকের দিনে জন্মেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জন হজেস, ইংরেজ ক্রিকেটার টম রিচার্ডসন, জাপানের লেখক এজি ইয়োশিকাওয়া।
** আজকের দিনে প্রয়াত হন ইতালির গণিতবিদ এনরিকো বেটি, অস্ট্রেলিয়ার অভিনেতা জন মেইলিয়ন, ফরাসি সাইকেল আরোহী রেমণ্ড জেলিসেল প্রমুখ।
সংকলক : স্বপন ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন