Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ইতিহাসে আজ : ২০ আগস্ট ২০২১

 

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত  : 

১) ১৯১৩ খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক বোম্বাইয়ে 'ন্যাশনাল লীগ' স্থাপন করে আলাদাভাবে 'হোমরুল'–এর পক্ষে ব্যাপক আন্দোলন সৃষ্টি করেন। 

২) ১৯১৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারত সচিব এডুইন মন্টেগু ঘোষণা করেন যে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে থেকে ভারতীয়রা যাতে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পায় এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ক্রমবিকাশের মাধ্যমে দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত হয়ে উঠতে পারে, ব্রিটিশ সরকার সেই নীতিই গ্রহণ করবেন। সরকারিভাবে ঘোষিত এই নীতি 'মন্টেগু নীতি' নামে পরিচিত। 

৩) ১৯৩৭ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর আন্দামানে আটক বন্দিদের ব্যাপারে গান্ধিজি ও জওহরলালের কাছে টেলিগ্রাফ প্রেরণ করেন। 

৪) ১৯৪২ খ্রিস্টাব্দে মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে সম্মিলিত জাতিপুঞ্জের কাছে আবেদন জানানো হয় যে, দশ কোটি মুসলমানের সার্বভৌম ও পৃথক রাষ্ট্র গঠনের অধিকার যেন স্বীকার করে নেওয়া হয়। 

৫) ১৯৪৮ খ্রিস্টাব্দে অ্যাটমিক এনার্জি কমিশনের প্রথম সভায় জওহরলাল নেহেরু ভাষণ দেন। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ও ভারত সরকারের এক চুক্তির ফলে কোচবিহার ভারতের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৬) ১৯৬৯ খ্রিস্টাব্দে ভি ভি গিরি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি নির্বচিত হলেন। 

৭) ১৯৭৪ খ্রিস্টাব্দে ফকরউদ্দীন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। 

৮) ১৯৭৯ খ্রিস্টাব্দে চৌধুরী চরণ সিংহের নেতৃত্বাধীন কোয়ালিশন মন্ত্রীসভা পদত্যাগ করে। 

৯) ১৯৮৭ খ্রিস্টাব্দে ড. শঙ্করদয়াল শর্ম্মা ভারতের অষ্টম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। 

১০) ১৯৯৬ খ্রিস্টাব্দে লর্ডস–এ অনুর্ধ ১৫ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

১১) ১৯৯৭ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি কে আর নারায়ণন লতা মঙ্গেশকরকে রাজীব গান্ধী সদভাবনা পুরস্কার, ১৯৯৭ প্রদান করেন। 

১২) আজকের দিনে জন্মেছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, ভারতীয় উদ্যোগপতি এন আর নারায়ণ মূর্ত্তী, অভিনেতা রণদীপ হুদা, মুঘল সম্রাট ফারুকশিয়ার, শিক্ষাবিদ রাজেন্দ্র কে পাচৌরি, ভারতীয় লেখক এস এল ভীরাপ্পা, স্বাধীন হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা নিজাম উল মুলক, প্রবাদপ্রতীম ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পাল, বাঙালি লেখক ও জাতিয়তাবাদী ব্যক্তিত্ব রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রমুখ। 

১৩) আজকের দিনে প্রয়াত হন ইসলামি তাত্ত্বিক শাহ ওয়ালিউল্লাহ, উর্দু সাহিত্যিক এম এম বাকা, প্রখ্যাত ঐতিহাসিক রামশরণ শর্ম্মা প্রমুখ।  


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৮৫৮ খ্রিস্টাব্দে চার্লস ডারউইন প্রথমবার তাঁর বিবর্তনের তত্ত্ব প্রকাশ করেন। 

২) ১৮৬৬ খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন আনুষ্ঠানিকভাবে আমেরিকার গৃহযুদ্ধের কথা ঘোষণা করলেন। 

৩) ১৯১০ খ্রিস্টাব্দে আমেরিকায় অভূতপূর্ব দাবদাহের ঘটনায় ১২০০০ কিলোমিটারেরও বেশি এলাকা আগুনে ভষ্মিভূত হয়।

৪) ১৯২৬ খ্রিস্টাব্দে জাপানের পাবলিক ব্রডকাস্টিং কোম্পানি 'নিপ্পন হোসো কিওকাই' প্রতিষ্ঠিত হয়। 

৫) ১৯৪০ খ্রিস্টাব্দে রাশিয়ার বহিষ্কৃত বিপ্লবী লিও ট্রটস্কি দুর্ঘটনায় জখম হন এবং পরদিন তিনি মারা যান। 

৬) ১৯৬০ খ্রিস্টাব্দে মালি ফেডারেশন ভেঙে আফ্রিকার সেনেগাল স্বধীনতা ঘোষণা করে ।

৭) ১৯৭৫ খ্রিস্টাব্দে নাসা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে 'ভাইকিং ১' মহাকাশযান পাঠায়। 

৮) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি আইনজ্ঞ ও রাষ্ট্রপতি রেমন্ড পঁয়েনকেয়ার , ইতালিয়ান কবি দিনো ক্যাম্পানা, আমেরিকান গায়ক জ্যাক টিগার্ডেন, আমেরিকান নিউরোসাইকোলজিস্ট রজার ওয়ালকট, অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক উইলসন, ইংরেজ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক জন বোর্ডম্যান, প্রখ্যাত জাপানি কেমিস্ট হিদেকি শিরাকোয়া, ইংরেজ সাংবাদিক ও লেখক রবিন ওকলে প্রমুখ। 

৯) আজকের দিনে প্রয়াত হন পোপ দশম পায়াস, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ জ্যোতির্বিদ অ্যাগনেস গিলবার্ন, বেলজিয়ান পেইন্টার ক্রিশ্চিয়ান ডট্রিমন্ট, কানাডিয়ান কবি মিলটন অ্যাক্রন, জার্মান গায়ক রিও রেইজার, ভিয়েতনামি অর্থনীতিবিদ ও ঐতিহাসিক ড্যাং ফোং প্রমুখ। 

স্মরণীয় দিবস : আজ ভারতে সমৃদ্ধিস্মারক 'অক্ষয়উরজা' দিবস, জাতীয় সদভাবনা দিবস, এস্টোনিয়াতে স্বাধীনতা পুনরুদ্ধার দিবস, হাঙ্গেরিতে সেন্ট স্টিফেন দিবস, বিশ্ব মশক (mosquito) দিবস।


সংকলক  : স্বপন ঘোষ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন