Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২১ আগস্ট, ২০২১

ইতিহাসে আজ : ২১ আগস্ট ২০২১

Today-in-history

ইতিহাসে আজ  

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার রাজস্ব আদায় ও সুনিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা প্রবর্তনের জন্য একদিকে পাঁচশালা বন্দোবস্ত এবং অন্যদিকে দেওয়ানি ও ফৌজদারি আদালত পুনর্গঠিত ও নতুন ভাবে প্রতিষ্ঠিত করেন। 

২) ১৭৯০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাপতি মিডো দিন্দিগুল অধিকার করেন।

৩) ১৯৩১ খ্রিস্টাব্দে ঢাকা বিভাগের কমিশনার ক্যাসেল সাহেবকে টাঙ্গাইলে হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়।

৪) ১৯৪৫ খ্রিস্টাব্দে দিল্লি বেতার কেন্দ্র থেকে সুভাষচন্দ্রের শোচনীয় দুর্ঘটনার কথা প্রচারিত হয়। 

৫) ১৯৭২ খ্রিস্টাব্দে বন্যপ্রাণ সংরক্ষণ আইন পাশ হয়। 

৬) ১৯৯৭ খ্রিস্টাব্দে ভারতের দশম রাষ্ট্রপতি পদে আসীন হন কৃষ্ণকান্ত। 

৭) আজকের দিনে জন্মেছিলেন কংগ্রেস নেতা প্রয়াত আহমেদ প্যাটেল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ এর ডিরেক্টর শৈলেশ নায়ক, ভারতীয় চিত্রাভিনেত্রী রাধিকা, টেলিভিশন হোস্ট মিনি মাথুর, ভারতীয় চিত্রাভিনেত্রী ভূমিকা চাওলা, সমাজ সংস্কারক সহদোরান আয়াপ্পান, কংগ্রেস নেতা রাজবাহাদুর প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতের অন্যতম শিল্পী ভি ডি পুলসকর, মুসলিম হানাফি তাত্ত্বিক সৈয়দ আতাউল্লা শাহ বুখারি, ভারতীয় টেস্ট ক্রিকেটার ভিনু মানকর, মহাকাশবিজ্ঞানী এস চন্দ্রশেখর, প্রবাদপ্রতীম সানাইবাদক উস্তাদ বিসমিল্লাহ খাঁ প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত  : 

১) ১৭৭০ খ্রিস্টাব্দে ব্রিটিশ নাবিক জেমস কুক পূর্ব অস্ট্রেলিয়ায় পৌছে তার নতুন নাম দেন নিউ সাউথ ওয়েলস। 

২) ১৮২১ খ্রিস্টাব্দে জারভিস দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন এলিজা ফ্রান্সেস নামক জাহাজের ক্রিউ। 

৩) ১৮৩১ খ্রিস্টাব্দে আমেরিকার ভার্জিনিয়াতে ন্যাট টার্নারের নেতৃত্বে কৃষ্ণাঙ্গদের বিদ্রোহে ৬৫ জন শ্বেতাঙ্গ এবং তার দ্বিগুণ কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়।

৪) ১৯১১ খ্রিস্টাব্দে লিওনার্দো দ্য ভিঞ্চি'র মোনালিসা চিত্র চুরি করেন ল্যুভর মিউজিয়ামের কর্মী ভিনকেনজো পেরুগ্গিয়া। 

৫) ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম আন্তর্জাতিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 'আর ৭ সেমিওরকা'  উপস্থাপন করে সোভিয়েত ইউনিয়ন। 

৬) ১৯৬৮ খ্রিস্টাব্দে আফ্রিকার ক্যামেরুনের আগ্নেয় হ্রদ নিওস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়ে হ্রদের নিকটবর্তী ২০ কিলোমিটার অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ১৮০০ মানুষের মৃত্যু হয়। 

৭) ১৯৯১ খ্রিস্টাব্দে লাটভিয়া সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণ থেকে স্বাধীন হয়ে যায়। 

৮) ২০০০ খ্রিস্টাব্দে টাইগার উড প্রথম গল্ফার হিসাবে এক ক্যালেন্ডার বছরে গল্ফ এর তিনটি মেজর জেতেন। 

৯) আজকের দিনে জন্মেছিলেন বুলগেরিয়ান লেখক অ্যাঞ্জেল গিয়ানিডিস, ইংরেজ ক্রিকেটার ডগ রাইট, রাশিয়ান অর্থনীতিবিদ লিওনিড হারউইজ, আমেরিকান ডিরেক্টর ফ্রাঙ্ক পেরি, জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্ট, পোলিশ ফুটবল খেলোয়াড় রবার্ট লেওয়ানডস্কি প্রমুখ। ১০) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান কবি আর্নেস্ট থেয়ার, রাশিয়ান রাজনীতিবিদ লিও ট্রটস্কি, ইটালিয়ান সাংবাদিক পালমিরো টগলিয়াট্টি, পোলিশ পর্বতারোহী কালুম ম্যাকে প্রমুখ। 

স্মরণীয় আজ : ফিলিপাইনস্ এ নিনয় অ্যাকুইনো দিবস। মরক্কোতে যুব দিবস। বিশ্ব সিনিয়র সিটিজেন দিবস। 


সংকলক : স্বপন ঘোষ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন