ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৫৭৪ খ্রিস্টাব্দে চতুর্থ শিখগুরু হন রামদাস।
২) ১৬৫৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠপুত্র দারাশিকোকে হত্যা করেন তাঁর তৃতীয় ভাই ঔরঙ্গজেব।
৩) ১৭৬৩ খ্রিস্টাব্দে বীরভূমের সিউড়িতে স্বাধীনতাকামীদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়। বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী নিহত হয় ও বাকিরা জঙ্গলে পালিয়ে যায়।
৪) ১৭৭৩ খ্রিস্টাব্দে পেশোয়া নারায়ণ রাও তাঁর কাকা রঘুনাথ রাওয়ের দ্বারা নিহত হন।
৫) ১৯০৭ খ্রিস্টাব্দে 'সন্ধ্যা' পত্রিকার অফিসে তল্লাসি চালিয়ে ম্যানেজার সারদাচরণ সেনকে গ্রেপ্তার করা হয়।
৬) ১৯২০ খ্রিস্টাব্দে ভাইসরয়কে গান্ধিজি তাঁর কাইজার–ই–হিন্দ পদক ফিরিয়ে দিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সূচনা করেন।
৭) ১৯৩১ খ্রিস্টাব্দে কুখ্যাত গোয়েন্দা ইন্সপেক্টর আসানুল্লা বালক হরিপদ ভট্টাচার্যের গুলিতে মারা যান।
৮) ১৯৬৭ খ্রিস্টাব্দে অসম রাজ্যের পুনর্গঠন করার ব্যাপারে অশোক মেহেতা কমিটি তাঁদের রিপোর্ট পেশ করে।
৯) ১৯৬৯ খ্রিস্টাব্দে ভারতের উপ–রাষ্ট্রপতি পদে গোপালস্বরূপ পাঠক নির্বাচিত হন।
১০) ১৯৬৯ ভারতের উপ–রাষ্ট্রপতি পদে এম হিদায়েতুল্লা নির্বাচিত হন।
১১) ১৯৮৪ খ্রিস্টাব্দে ১২তম স্পেস সাটেল মিশন চ্যালেঞ্জার (৪১ ডি) ডিসকভারি ১ আত্মপ্রকাশ করে।
১২) আজকের দিনে জন্মেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, ভারতীয় কার্টুনিস্ট শেখর গুরেরা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস বদ্রীনাথ, ভারতীয় গায়ক গুরু রণধাওয়া, স্বামী কৈবল্লানন্দ, গীতিকার শৈলেন্দ্র প্রমুখ।
১৩) আজকের দিনে প্রয়াত হন বাঙালি কবি ও অনুবাদক তরু দত্ত ; হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রসন্ন কুমার ঠাকুর, বাঙালির ইতিহাস বিষয়ক প্রখ্যাত ঐতিহাসিক নীহাররঞ্জন রায়, শিক্ষাবিদ জে পি নায়ক, শিল্পপতি কে কে বিড়লা প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৯২২ খ্রিস্টাব্দে ডুমুলপিনারের যুদ্ধে স্বাধীন গণতান্ত্রিক তুরস্কের জন্ম হয়।
২) ১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানির ওপর সংযুক্ত মোর্চার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
৩) ১৯৬৩ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ঠান্ডা লড়াই চলাকালীন সময়ে হটলাইন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সম্পর্কের বরফ গলতে থাকে - যা 'দাঁতাত' নামে ইতিহাসে প্রসিদ্ধ।
৪)১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। আজারবাইজান সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীনতা ঘোষণা করে ।
৫) ১৯৯৫ খ্রিস্টাব্দে বসনিয়ার যুদ্ধে NATO Operation Deliberate Force নিয়ে আক্রমণ চালায়।
৬) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান লেখক ভার্জিনিয়া লি বার্টন, জার্মান নির্দেশক উল্ফগ্যাং ওয়াগনার, অস্ট্রেলিয়ান সাংবাদিক চারমিয়ান ক্লিফ্ট, ফরাসি চিত্রকর ও ভাষ্কর গাই ডি লুসিগনি, ফিলিপিনো সিঙ্গার জিম প্যারেডস প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান অভিনেত্রী জিন সেবার্গ, ডাচ ডিসকাস থ্রোয়ার রিনডার্ট ব্রেসার, আমেরিকান দার্শনিক ডোনাল্ড ডেভিডসন, জার্মান ফুটবলার ক্লাশ–পিটার– হ্যানিশ প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে আজ জন্মাষ্টমী তিথি, ক্ষুদ্র শিল্প দিবস, কাজাকস্তানে সংবিধান দিবস, ইস্ট তিমুরে Popular Consultation Day, তুরস্কে বিজয় দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন