Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ইতিহাসে আজ : ২৬ আগস্ট, ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৩০৩ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি চিতোর দুর্গ আক্রমণ করেন এবং দখল করেন। 

২) ১৯০৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ইংরেজি ভাষায় প্রকাশিত 'বন্দেমাতরম' পত্রিকার বিরুদ্ধে রাজদ্রোহের মামলা শুরু করে।

৩) ১৯১৩ খ্রিস্টাব্দে রডা এন্ড কোম্পানি নামে একটা অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে প্রেরিত মাউজার পিস্তল এবং ৪৬,০০০ কার্তুজ বিপ্লবীরা হস্তগত করে। এই বিপ্লবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন)।

৪) ১৯৪৬ খ্রিস্টাব্দে বড়লাট ওয়াভেল কলকাতায় খাজা নাজিমুদ্দিনের সঙ্গে সাক্ষাত করলে নাজিমুদ্দিন তাঁকে জানান মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকার ও গণপরিষদে নির্দিষ্ট শর্তে যোগদান করতে পারে। 

৫)১৯৫৫ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত সত্যজিত রায় পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' চলচ্চিত্র কলকাতার বীনা ও বসুশ্রী সিনেমা হলে মুক্তি পায়। 

৬) ১৯৫৭ খ্রিস্টাব্দে কোহিমায় অনুষ্ঠিত নাগাদের সম্মেলনে সিদ্ধান্ত হয় তারা পৃথক ভাবে স্বাধীনতার সিদ্ধান্ত বর্জন করছেন। 

৭) ১৯৮৯ খ্রিস্টাব্দে বাংলার সুমিতা লাহা জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ২২৭.৫ কেজি ওজন তুলে নতুন বিশ্বরেকর্ড করেন। 

৮) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় স্থপতি বি ভি দোশী, কন্নড় সাহিত্যিক টি ভি শাস্ত্রী, ভারতীয় রাজনীতিক মানেকা গান্ধী, সাংবাদিক শেখর গুপ্ত, সামাজিক উদ্যোগপতি সুন্দরায়া রাজেশ, জি গ্রুপের কর্ণধার রোহিত চাড্ডা, মানবতার প্রতিমূর্তি মাদার টেরেসা, ভারতীয় তাত্ত্বিক এম পি গুহ প্রমুখ। 

৯) আজকের দিনে প্রয়াত হন প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার দেলোয়ার হোসেন, ভারতীয় সাংবাদিক এস শ্রীনিবাসন, দার্শনিক পি এস রাও, সাহিত্যিক বিমল কর, স্বাধীনতা সংগ্রামী এস কে হাঙ্গল প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৮১৩ খ্রিস্টাব্দে ষষ্ঠ কোয়ালিশনের যুদ্ধ হয় ফ্রান্স ও রাশিয়া–প্রাশিয়া জোট শক্তির মধ্যে। 

২) ১৮৮৩ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ক্রাকাতোয়া থেকে তীব্র অগ্নুৎপাত শুরু হয়। এর প্রভাবে ইন্দোনেশিয়াতে সুনামি হয় এবং ৩৬,০০০ হাজার মানুষের মৃত্যু হয়। 

৩) ১৯২০ খ্রিস্টাব্দে আমেরিকার সংবিধানের ২০তম সংশোধনীতে মহিলাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দেওয়া হ্য়। 

৪) ১৯৩৬ খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধে স্যানট্যানডার'রা ন্যাশনালিস্টদের কাছে পরাস্ত হয়। ইঙ্গ–মিশর চুক্তির মধ্যে দিয়ে মিশর ব্রিটিশ অধীনতা মুক্ত হয়ে স্বাধীন হয়। 

৫) ১৯৭০ খ্রিস্টাব্দে আমেরিকাতে দেশজুড়ে Women's Strike for Equality আন্দোলন শুরু হয়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন বিখ্যাত ফরাসি রসায়নবিদ অ্যান্তোনিও লরেন্ট ল্যাভয়শিয়র, আমেরিকান মনোবিদ এডোয়ার্ড রিটেন, ব্রিটিশ রাজা অ্যালবার্ট প্রিন্স কনসর্ট, ইংরেজ অভিনেতা জেন মেরো, বেলজিয়ান সাইক্লিস্ট জ্যান নেভিনস প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান নাট্য ব্যক্তিত্ব নীল সিমন, পোপ অ্যালবিনো কার্ডিনাল লুসিনি, যিনি পোপ প্রথম জন পল নামে পরিচিত হন এবং পোপ হওয়ার মাত্র ৩৩ দিন পরে প্রয়াত হন। ইথিওপিয়ার সম্রাট প্রথম হায়লেসেলাসি আমেরিকান কম্পিউটার সায়ন্টিস্ট প্যাট্রিক সি ফিসার প্রমুখ। 

স্মরণীয় আজ : নামিবিয়াতে হেরেরো দিবস, পাপুয়া নিউগিনিতে অনুতাপ দিবস, আমেরিকাতে নারী সমানাধিকার দিবস।


সংকলক : স্বপন ঘোষ 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন