ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৬৩৯ খ্রিস্টাব্দে স্থানীয় নায়ক শাসকদের কাছ থেকে ইজারা নিয়ে মাদ্রাজ (এখন চেন্নাই) শহর প্রতিষ্ঠা করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
২) ১৯০৩ খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক পুনায় ছাত্রদের সভায় ব্রিটিশদের উৎপাদিত পণ্য বয়কটের আহ্বান জানান।
৩) ১৮৯৪ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয় ব্যবসায়ীদের প্রতি অন্যায় আচরণের প্রতিবাদে মহাত্মা গান্ধি 'নাটাল ন্যাশনাল কংগ্রেস' প্রতিষ্ঠা করেন।
৪) ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ কমিশনারের অধীন রাম্পা গোদাবরী এজেন্সির কৃষকরা ইংরেজ শাসন অবসানের জন্য আল্লুরী সীতারাম রাজুর নেতৃত্বে চিন্দাপট্টিতে পুলিশ স্টেশন আক্রমণ করে বহু অস্ত্র হস্তগত করে।
৫) ১৯৩০ খ্রিস্টাব্দে কলকাতা কমিশনার চার্লস টেগার্টের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়লে বোমা ফেটে অনুজারণ সেন মারা যান ও দীনেশ মজুমদার ধরা পড়েন। অন্য একস্থানে ডাঃ নারায়ণ রায় ও ভূপাল বসু ধরা পড়েন।
৬) ১৯৬১ খ্রিস্টাব্দে পাঞ্জাব–পশ্চিম পাঞ্জাব সীমান্ত নিয়ে নতুন দিল্লিতে ভারত–পাকিস্তান আলোচনা শুরু করে।
৭) ১৯৭৯ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নিলম সঞ্জীব রেড্ডি লোকসভা ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন ঘোষণা করেন।
৮) ২০১৭ খ্রিস্টাব্দে ভারতীয় সুপ্রীম কোর্ট মুসলিম পুরুষদের তিন তালাকের মাধ্যমে তাৎক্ষণিক ডিভোর্সের প্রথাকে বাতিল বলে ঘোষণা করে।
৯) আজকের দিনে জন্মেছিলেন দিল্লি আই আই টি'র অধ্যাপক নরিন্দার কুমার গুপ্ত , ভারতীয় কোটিপতি ও প্যাথলজিস্ট অরবিন্দ লাল, চিত্রাভিনেতা চিরঞ্জিবী, চিকিৎসক অনিতা গোয়েল, ভারতীয় ম্যাজিশিয়ান ও লেসার শো আর্টিস্ট এস এ সি বসন্ত, উর্দু কবি মহম্মদ ইব্রাহিম জাওয়াক, বাঙালি গায়িকা রেনুকা দাশগুপ্ত প্রমুখ।
১০) আজকের দিনে প্রয়াত হন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যৃভূষণ, ভারতীয় অভিনেত্রী ভিমী, সমাজ সংস্কারক একনাথ রানাডে,অভিনেতা শরদ তালওয়ালকর প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৪৮৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তিরিশ বছর ব্যাপী দুই গোলাপের যুদ্ধ শেষ হয়। ইংল্যান্ডে টিউটর রাজবংশের পত্তন হয়। রাজা হন সপ্তম হেনরি।
২) ১৯০২ খ্রিস্টাব্দে ক্যাডিলাক মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
৩) ১৯৩৪ খ্রিস্টাব্দে বিল উডফুল অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ক্যাপ্টেন হিসাবে দুবার অ্যাসেজ খেতাব অর্জন করেন।
৪) ১৯৬৮ খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ পল প্রথমবার একজন পোপ হিসাবে দক্ষিণ আমেরিকা মহাদেশে যান।
৫) ১৯৭২ খ্রিস্টাব্দে বর্ণবিদ্বেষমূলক নীতির কারণে আই ও সি রোডেশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে।
৬) ১৯৭৮ খ্রিস্টাব্দে নিকারাগুয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে নিকারাগুয়ায় বিপ্লব হয়।
৭) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান অভিনেত্রী ভ্যালেলি হারপার, তুর্কি সাংবাদিক উগ্র মুমচু, ইংরেজ মনোরোগ বিশেষজ্ঞ রজার ক্যাশমোর, আমেরিকান গায়ক ডেভিড মার্ক প্রমুখ ফরাসি ফোনোগ্রাফার হেনরি কার্টিয়ার ব্রেসেন, চিনা কমিউনিস্ট নেতা ডেং জিয়াংপিং প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ অভিনেতা সেবাস্টিয়ান ক্যাবট, মেক্সিকোর ঐতিহাসিক চার্লস গিবসন, বেলজিয়ান সাইক্লিস্ট রবার্ট গ্রনডিলাস প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে মাদ্রাজ দিবস, রাখী পূর্ণিমা, নারালি পূর্ণিমা ও নারিকেল দিবস, রাশিয়াতে পতাকা দিবস।
সংকলক : স্বপন ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন