ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা ঈশ্বরচন্দ্র সিংহ নীলকরদের অবৈতনিক ম্যাজিস্ট্রেট নিযুক্ত করার প্রতিবাদ জানিয়ে বাংলা সরকারের সেক্রেটারি এ আর ইয়ং এর কাছে এক দীর্ঘ পত্র পাঠান।
২) ১৯০৫ খ্রিস্টাব্দে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ জন্মলাভ করেন। তিনি ও তাঁর সতীর্থরা দেশকে ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ খ্রিস্টাব্দের অলিম্পিকে স্বর্ণপদক এনে দেন।
৩) ১৯১৩ খ্রিস্টাব্দে গদর পার্টির নেতৃত্বে ভারতে সশস্ত্র বিপ্লব করার উদ্দেশ্যে এস এস কোরিয়া নামে জাহাজে জোয়ালা সিং এবং নবাব খানের নেতৃত্বে ৬০ জনের একটা দল ভারত অভিমুখে রওনা হবার পথে ক্যান্টনে উপস্থিত হয়।
৪) ১৯১৭ খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির জরুরী অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আসন্ন কংগ্রেস অধিবেশনের সভানেত্রী হিসাবে অ্যানি বেসান্তের নাম ৩৪–৩০ ভোটে গৃহীত হয়।
৫) ১৯৩০ ঢাকার মিডফোর্ড হাসপাতাল প্রাঙ্গনে পুলিশ অফিসার লোম্যানকে গুলি করে হত্যা করেন বিনয়কৃষ্ণ বসু।
৬) ১৯৪২ খ্রিস্টাব্দে তমলুক থানা আক্রমণ করার সময় পুলিশের গুলি চালানোর ফলে তমলুকের কল্যানচক গৌরমোহন ইন্সটিটিউশনের তিনজন ছাত্র ঘটনাস্থলেই নিহত হয় ও বহু সংখ্যক ছাত্র গুলিবিদ্ধ হয়।
৭) ১৯৪৩ খ্রিস্টাব্দে একদল বিপ্লবী বিহারের সোনবারসা পুলিশ থানা আক্রমণ করলে বিপ্লবীদের মধ্যে অর্জুন সিং, নিত্যানন্দ সিং, ফৌদি মণ্ডল, লাড্ডু শর্ম্মা এবং রামঅবতার ঝা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।
৮) ১৯৪৭ খ্রিস্টাব্দে বি আর আম্বেদকরের সভাপতিত্বে খসড়া সংবিধানের প্রণয়নের জন্য কমিটি গঠিত হয়।
৯) আজকের দিনে জন্মেছিলেন তামিল সিনেমার প্রখ্যাত অভিনেতা পি আর পিল্লাই; মহাকাশ বিজ্ঞানী কে. রাধাকৃষ্ণাণ; চিত্রাভিনেত্রী লীলা চন্দ্রভারকর, ভারতীয় সাঁতারু ভি ভি খাদে; গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী জে এন মেহেতা প্রমুখ।
১০) আজকের দিনে প্রয়াত হন যোগ গুরু স্বামী পরিজ্ঞানাশ্রম; হরিয়ানার মুখ্যমন্ত্রী বানারসী দাশগুপ্ত, মারাঠী সিনেমার প্রখ্যাত অভিনেত্রী জয়শ্রী গদকরি প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮৩১ খ্রিস্টাব্দে মাইকেল ফ্যারাডে ইলেক্ট্রোম্যগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন।
২) ১৯০৭ খ্রিস্টাব্দে নির্মীয়মাণ কুইবেক ব্রিজ ভেঙে ৭৫ জনের মৃত্যু হয়।
৩) ১৯৪৯ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন তার প্রথম পারমাণবিক বোমা First Lightning এর সফল পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন করে।
৪) ১৯৬৬ খ্রিস্টাব্দে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে মিশরের প্রথম সারির চিন্তক সৈয়দ কুতুবকে হত্যা করা হয়।
৫) ১৯৯১ খ্রিস্টাব্দে সুপ্রিম সোভিয়েত 'সোভিয়েত কমিউনিস্ট পার্টি'র যাবতীয় কার্যকলাপ নিষিদ্ধ করে।
৬) আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ গায়ক জিওফ হোয়াইট হর্ন ; আমেরিকান গায়ক, প্রযোজক মাইকেল জ্যাকসন, ফরাসি মোটরসাইকেল রেসার অলিভিয়ার জ্যাক, ব্রিটিশ অভিনেতা রিচার্ড অ্যাটেনবরো প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান কমিক অভিনেতা গেনে ওয়াইল্ডার, মরমন এর দ্বিতীয় রাষ্ট্রপতি ব্রাইয়াম ইয়ং; ইংরেজ ঐতিহাসিক নিকোলাস গুডরিক ক্লার্ক প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে জাতীয় ক্রীড়া দিবস, ভারতে তেলেগু ভাষা দিবস, পোল্যান্ডে মিউনিসিপ্যাল পুলিশ দিবস, স্লোভাকে জাতীয় অভ্যুত্থান দিবস।
সংকলক : স্বপন ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন