সমকালীন প্রতিবেদন : কাজ থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। হাবড়ার বেলঘড়িয়া বাইপাসের পাশে পথ দুর্ঘটনায় মৃত ওই বৃদ্ধের নাম তপন ঘোষ (৬৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে হাবড়ার বেলঘড়িয়া বাইপাস রোডের পাশে একটি মিষ্টি দোকান থেকে কাজ ছেড়ে বাড়িতে ফিরছিলেন তপন ঘোষ নামে ওই বৃদ্ধ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে তিনি রাস্তার পাশে থাকা ইটের মধ্যে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে হাবরা থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন