সমকালীন প্রতিবেদন : ভারত থেকে বাংলাদেশে মাছ বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় একাধিক বাংলাদেশি পাসপোর্ট সহ ট্রাকের চালক ও খালাসীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল সীমান্ত রক্ষী বাহিনী। আটক চালকের নাম সঞ্জয় দলুই আর খালাসীর নাম রাকেশ ঘড়াই। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর থেকে মাছ বোঝাই করে সেই ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্তে ঢোকার মুখে ৩ নম্বর গেটের কাছেগাড়ি থেকে দাঁড় করায় বিএসএফ। চেকিংয়ের সময় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা ওইগাড়ির চালকের কেবিন থেকে ৯ টি নতুন বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করেন। ট্রাকের ভেতরে কী করে এই পাসপোর্ট গুলি এল, চালক এবং খালাসী তারর সদুত্তর দিতে পারে নি।
এরপর তাদেরকে আটক করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। বাংলাদেশ পাসপোর্টগুলি ধৃতদের কাছে কিভাবে এলো, কী উদ্দেশ্যেই বা সেগুলি বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন