সমকালীন প্রতিবেদন : মেট্রো লাইনে বড় এলাকা জুড়ে নামলো ধস। দক্ষিনেশ্বর থেকে নোয়াপড়া মেট্রো লাইনে এই ধস নামে। প্রাথমিকবাবে জানা গেছে, প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে এই নামে ধস। এর ফলে বরাহনগর থেকে নোয়াপড়া যাবার পথে মেট্রো ধীর গতিতে চালানো হচ্ছে। বৃষ্টির কারণে এই ধস নামে বলে মনে করা হচ্ছে। প্রায় ১০০ কর্মী এই ধস মেরামতির কাজে নেমে পড়েছেন। অফিস টাইমে ধীর গতিতে দক্ষিনেশ্বর থেকে চলছে মেট্রো।.......(বিস্তারিত পরে আসছে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন