সমকালীন প্রতিবেদন : অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়। বৃহস্পতিবার সকালে বনগাঁ থানা সংলগ্ন ঘাটের কাছে ইছামতি নদীতে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বনগাঁ থানার ঘাটের কাছে ফুল তুলতে এসে প্রথমে এক ব্যক্তি নদীতে একজন মানুষের দেহ ভাসতে দেখেন। তাঁর সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন। তাঁদেরও দূর থেকে দেখে মনে হয় যে, সেটি মানুষেরই দেহ। এরপর একদল মানুষ এই ঘাটে প্রতিমা বিসর্জন দিতে এসে কাছে গিয়ে দেখেন, ভাসমান দেহটি একজন যুবকের।
এরপরই বনগাঁ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠায়। মৃতদেহের পরনে প্যান্ট, গেঞ্জি ছিল। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায় নি। দেহটি কোথা থেকে এলো, এটি খুন না আত্মহত্যার ঘটনা, পুলিশ তা তদন্ত করে দেখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন