সমকালীন প্রতিবেদন : বৃষ্টিতে জমে যাওয়া পুরসভার জলমগ্ন ওয়ার্ড ঘুড়ে দেখার পাশাপাশি নিজে হাতে জমে যাওয়া ড্রেনের নোংরা পরিষ্কার করলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।
দীর্ঘদিন ধরে নিম্নচাপের ফলে জল জমে আছে বনগাঁ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। বৃহস্পতিবার বনগাঁ পুরসভার ৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি সেখানে নিজে হাতে ড্রেন পরিস্কার করেন। এই বিষয়ে তিনি বলেন, 'বনগাঁ পুরসভার পরিকল্পনাবিহীন যে নিকাশি ব্যবস্থা, তা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে নিজে হাতেই ড্রেন পরিষ্কার করতে হলো।'
এদিন তিনি অভিযোগ করেন, 'পরিকল্পনা এবং উদ্যোগের অভাবে গত ১১ বছর ধরে বনগাঁ পুরসভার দায়িত্বে থাকা তৃণমূল প্রশাসন ড্রেনের ব্যাপারে অনেক ওয়ার্ডেই কোনও কাজ করে নি। যারজন্য পুরসভার বেশ কিছু ওয়ার্ড সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পরে। নরক যন্ত্রনা ভোগ করতে হয় ওইসব ওয়ার্ডের নাগরিকদের। আমরা পুরসভার ক্ষমতায় এলে মাস্টার প্ল্যান করে এই সমস্যার সমাধান করব'
এব্যাপারে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, 'ছবি তুলে মানুষকে চমক দেওয়ার জন্য বিজেপি বিধায়ক এই কাজ করেছেন। বৃষ্টির পর বুধবার বিকেল থেকেই পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিকাশী নালা পরিষ্কারের কাজ সেরে এসেছেন। এখন আর কোথাও জল জমে নেই। যে দুএকটি নিচু জায়গায় জল জমে রয়েছে, সেখানকার জল পাম্পের মাধ্যমে কিভাবে অন্যত্র সরিয়ে ফেলা যায়, তার চেষ্টা চলছে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন