সমকালীন প্রতিবেদন : মা বকাবকি করায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ১০ বছরের এক শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানা আনোয়ারবেরিয়া বিদ্যাসাগর পল্লী এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা ফেলা মজুমদারের দুটি সন্তান। বড় মেয়ে ১০ বছরের শ্রাবণী মজুমদার স্থানীয় আনোয়ারবেরিয়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। তার আড়াই বছরের বোন রয়েছে। শুক্রবার সকালে দুই বোন মিলে ঝগড়া করছিল। আর তাতেই বিরক্ত হয়ে ফেলাবাবুর স্ত্রী বড় মেয়ে শ্রাবণী মজুমদারকে বকাবকি করেন।
এতেই অভিমান হয় শ্রাবণী। এরপরই সে ঘরের ভেতর ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ কেটে গেলেও মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে শ্রাবনীর মা চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ঘরের ভেতর সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে শ্রাবণীর দেহ। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাকে নামিয়ে হাবরা হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে অবশ্য সব শেষ। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন