সমকালীন প্রতিবেদন : এই রাজ্যে এনআরসি লাগু হবার পক্ষে মত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে বনগাঁয় এসে এই মতামত প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, 'যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্বকর্মারা যা পদক্ষেপ করছেন, এই রাজ্যেও তা করতে হবে। নাহলে এই রাজ্যটা একসময় বাংলাদেশ হয়ে যাবে।'
এদিন রাতে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে বনগাঁর মতিগঞ্জে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল সহ অন্যান্যরা।
শুভেন্দু তাঁর বক্তব্যে অভিযোগের সুরে বলেন, 'বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী সুস্থ পায়ে ব্যান্ডেজ বেঁধে, হুইল চেয়ারে ঘুড়ে বেড়ালেন। ভালো কাজ করলে আমি প্রশংসা করি। কিন্তু দিদিমনি একটি ভালো কাজও করেন নি। যারজন্য আমি প্রশংসা করতে পারছি না। মোদীর নেতৃত্বে আমরা ভালো আছি। ইতিমধ্যেই দেশের ৫০ কোটির বেশি মানুষকে তিনি ভ্যাকসিন পাওয়ার ব্যবস্থা করেছেন। পৃথিবীর কোনও দেশ যা করতে পারে নি।'
শুভেন্দু আশা প্রকাশ করে বলেন, 'রাজ্যের ২ কোটি ২৮ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়ে ৭৭ জন বিধায়ককে নির্বাচিত করেছেন। বিরোধী দল হিসেবে আমরা যথেষ্ট শক্তিশালী। একদিন আসবেই, যখন এই রাজ্যের ক্ষমতায় থাকবে বিজেপি। নির্বাচন পরবর্তি হিংসার বলি হয়েছেন ৫১ জন বিজেপি কর্মী। অত্যাচারিত হয়ে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। বিচার ব্যবস্থার মাধ্যমে একদিন সঠিক বিচার পাবেন অত্যাচারিতরা। বিচার ব্যবস্থার উপর সেই আস্থা, ভরসা আমাদের আছে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন