Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ আগস্ট, ২০২১

ঋষভের প্রতি শ্রদ্ধা সোনালী স্পোটিং ক্লাবের

 

Respect-to-Rishabh

সমকালীন প্রতিবেদন : মর্মান্তিক দুর্ঘটনায় অকালপ্রয়াত ঋষভ অধিকারীকে স্মরণ করলো বনগাঁর সোনালী স্পোটিং ক্লাব। রবিবার বিকেলে ক্লাবের ভবনে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন বয়সের সভ্য এবং বিশিষ্টজনেরা।

৩০ জুলাই সকালে বনগাঁর ট বাজারের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় বছর ২৬ বয়সের ঋষভ অধিকারী এবং তাঁর মা মিতা অধিকারীর। আকস্মিক এই দুর্ঘটনায় মর্মাহত হয়ে পড়ে গোটা বনগাঁ। ইতিমধ্যেই তাঁর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে বনগাঁ পুর কর্তৃপক্ষ। ঋষভ বনগাঁ এলাকায় যথেষ্ট জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

এদিন বিকেলে সোনালী স্পোটিং ক্লাব ভবনে ঋষভের ছবিতে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা-সন্মান জানান উপস্থিত বিশিষ্টজনেরা। ক্লাব কর্তা অনিন্দ্য চাটার্জী জানান, 'ঋষভ পারিবারিকভাবেই সোনালী স্পোর্টিং ক্লাবের সঙ্গে ছোটবেলা থেকেই যুক্ত ছিলেন। তাঁর মতো এইরকম প্রাণচঞ্চল যুবক এইভাবে অকালে চলে যাবে, তা আমরা ভাবতেও পারিনা। তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন