কবিতা
তাপস বিশ্বাস
সেতু
চেতনা পার করে যেই অবচেতনে
চললাম---
তখন আমি ঝুলন্ত সেতু...
চেতনা–অবচেতনার এই
অমোঘ দ্বন্দ্ব থাকবে
সেতু শুধু হাসবে
আর কাঁদবে ...
গর্ধভতন্ত্র
অহম শব্দটি আমার খুব প্রিয়,
আদমশুমারিতে লোক সংখ্যা
যতই হোক না কেন,
সেখানে আমার 'আমিত্ব' না
থাকলে, আমার খুব গোঁসা হয় ;
গালভরে এর নাম
রেখেছি-- 'গণতন্ত্র!'
এই শব্দটি দিয়ে জনগণকে
খুব শিল্পিত ভঙ্গিমায়
কি সুন্দর বোকা বানানো যায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন