সমকালীন প্রতিবেদন : পুজো আসতে এখনও বাকি দেড় মাসের কিছু বেশি। কিন্তু এরই মধ্যে মা দুর্গা চলে এলেন মণ্ডপে। করোনার দাপট চলছে। তাই রীতিমতো মাস্কে মুখ ঢেকে, হাতে স্যানিটাইজার, পালস অক্সিমিটার, থার্মাল গান নিয়েই এসেছেন মা। তবে সোনার মাস্ক পরেছেন দশভূজা।
বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে ঢুঁ মারলেই দেখা মিলছে অভিনব এই মা দুর্গার। কয়েকদিন আগেই তাদের খুঁটি পুজো হয়েছে। আর সেদিনই অভিনব বেশে মণ্ডপে চলে এসেছেন মা। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, আপাতত ক্লাব প্রাঙ্গণেই থাকবে তাঁদের দুর্গা।
পুজো উদ্যোক্তাদের দাবি, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। সেই সচেতনতার বার্তা দিতেই তাঁদের দুর্গার মুখে মাস্ক। হাতে রয়েছে স্যানিটাইজার, থার্মাল গান, পালস অক্সিমিটার।
বন্ধুমহল ক্লাব সূত্রে জানা গেছে, করোনায় প্রাণ হারানো মৃৎশিল্পী অরুণ পালের স্মৃতিতে এবার মণ্ডপ তৈরি হবে তাদের। শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনায় সেজে উঠবে মণ্ডপ। থিমের পোশাকি নাম অরুণ। ক্লাবের খুঁটিপুজোর দিন হাজির ছিলেন রাজারহাট–গোপালপুরের বিধায়ক, কীর্তন শিল্পী অদিতি মুন্সি। করোনাকালে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরতে হবে বলে বার্তা দেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন