সমকালীন প্রতিবেদন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার পরও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর গুমা কালিনগর এলাকার ঘটনা।
নির্যাতিতা মহিলার অভিযোগ, অশোকনগর থানার গুমা বড় বামুনিয়া এলাকার বাসিন্দা সামুদ আলী নামে এক যুবকের সঙ্গে বেশ কয়েক মাস আগে তাঁর আলাপ হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। যুবক ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। তার কথায় বিশ্বাস করে তাঁরা দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক তৈরি করেন। বর্তমানে নির্যাতিতা মহিলাকে বিয়ে করতে অস্বীকার করছে ওই যুবক।
বহুবার বুঝিয়েও কাজ না হওয়ায় রবিবার নির্যাতিত মহিলা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই গ্রেপ্তার করা হয় সামুদ আলীকে। আজ তাকে বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন