সমকালীন প্রতিবেদন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ইতিহাসে প্রথমবারের মতো একজন ভারতীয় প্রধানমন্ত্রী একটি সভায় সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সমুদ্র নিরাপত্তা নিয়ে কার্যত একটি খোলা বিতর্কের সভাপতিত্ব করবেন, ৯ আগস্ট যেটি অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মোডে। এই প্রথমবারের মতো একজন ভারতীয় প্রধানমন্ত্রী ওপেন ডিবেটের সভাপতিত্ব করবেন। ভারত আগস্টের জন্য ইউএনএসসির সভাপতির দায়িত্ব পালন করছে।
ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের মেয়াদ শুরু করে ১ জানুয়ারি। অস্থায়ী সদস্য হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এটি ভারতের সপ্তম মেয়াদ। ভারত এর আগে ১৯৫০–৫১, ১৯৬৭–৬৮, ১৯৭২–৭৩, ১৯৭৭–৭৮, ১৯৮৪–৮৫ এবং ১৯৯১–৯২ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল।
বৈশ্বিক সংস্থায় নির্বাচিত হওয়ার পর, ভারত বলেছিল যে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাধানকে উৎসাহিত করবে এবং একটি সংস্কারিত বহুপাক্ষিক ব্যবস্থার জন্য নতুন দিক নির্দেশনা দেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন