সমকালীন প্রতিবেদন : পূর্ব মেদিনীপুরএর হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মঙ্গলবার বিকেলে। এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তড়িঘড়ি সমস্ত কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, এদিন বিকেলে সেখানকার কর্মীরা হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষনের মধ্যেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে।
প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বছর দুয়েক আগে আরও একবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। এদিনের আগুনের উৎসস্থল এখনও উদ্ধার করতে পারেন নি দমকলকর্মীরা।
ভেতরে দাহ্য জাতীয় পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। ভেতরে কেউ আটকে আছেন কিনা, তাও এখনও পরিষ্কার নয়। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের কর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন