দেবাশীষ গোস্বামী : না ফেরার দেশে চলে গেলেন বিশ্ব বিখ্যাত ফুটবলার গার্ড মুলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৪৫ সালের নভেম্বর মাসে জার্মানির একটি ছোট শহরে তাঁর জন্ম হয়। তিনি জার্মানির হয়ে খেলতেন। তার ক্লাব ছিল বিখ্যাত বায়ান মিউনিখ। মূলত স্ট্রাইকারে খেলতেন এবং বক্সের ৬ গজের মধ্যে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তিনি তাঁর জীবনে দেশের এবং ক্লাবের হয়ে অজস্র গোল করেছেন। সেই সময় তাঁর সহ খেলোয়াড় ছিলেন আরেকজন বিশ্ববিখ্যাত ফুটবলার বেকেনবাওয়ার। মূলত তাঁর এবং বেকেনবাওয়ারের জন্য সত্তরের দশকে জার্মানি ফুটবলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। ১৯৭২ সালে ইউরো কাপ এবং ১৯৭৪ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জার্মানি জিতেছিল। এই দুই কাপ জয়ের পিছনেই গার্ড মুলারের ভূমিকা ছিল অসীম। তিনি তাঁর প্রিয় ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে অজস্র গোল করেছেন। বায়ান মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬২ টি গোল করেছেন এবং তাঁর দেশ জার্মানির হয়ে ৬৩ টি ম্যাচে ৬৯ টি গোল করেছেন। গোটা ফুটবল বিশ্ব তাঁর মৃত্যুতে আজ শোকস্তব্ধ।
Post Top Ad
Your Ad Spot
রবিবার, ১৫ আগস্ট, ২০২১
চলে গেলেন বিশ্বখ্যাত ফুটবলার গার্ড মুলার
Tags
খেলা#
Share This
About E SAMAKALIN
খেলা
Tags:
খেলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন