ভ্যাকসিন নিয়ে বিবাদ
করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল মহিলা কর্মীর হাতে আঘাত দেওয়ার অভিযোগ উঠল আর এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বারাসত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার নেতাজি আদর্শ বিদ্যাপিঠের ঘটনা। এদিন এই স্কুলে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়।৩০০ জনকে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও টিকাকরণের লাইনে বহু মানুষ ভিড় জমান। বেছে বেছে কিছু মানুষকে কুপন বিলি করা হয়েছে, এই অভিযোগ তুলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তৃণমূলেরই এক কর্মী অপর কর্মীকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে প্রকাশ্যেই। স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত ঘোষ জানান, ওয়ার্ডে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। সবাইকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। গতকাল ৩০০ মানুষকে তাঁদের বাড়ি গিয়ে কুপন পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু আজ টিকাকরণের লাইনে ভ্যাকসিন নেওয়ার জন্য কুপন ছাড়াই অতিরিক্ত মানুষ ভিড় জমান। কিছু মানুষকে ভুল বোঝানোর জন্য এই পরিস্থিতি তৈরি হয় বলে তাঁর দাবি।
পুরসভার নতুন প্রশাসক
পুরুলিয়া পুরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন নবেন্দু মাহালী। বৃহস্পতিবার তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন বিদায়ী প্রশাসক মৃগাঙ্ক মাহাতো। একই সঙ্গে এদিন পুরসভার সহ প্রশাসক পদে রেবতী রমন টুডু ও দুই সদস্য মৌসুমী ঘোষ, রবি শংকর দাসকে দায়িত্বভার তুলে দেওয়া হয়। দায়িত্ব নেবার পর নবেন্দু মাহালী জানান, মমতা ব্যানার্জী পুরুলিয়া জেলাকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, তারমধ্যে শহরের উন্নয়নে যে পরিকল্পনা রয়েছে, তার দিকে নজর দেবো। পুর এলাকায় পানীয় জল, নিকাশি ব্যবস্থার ওপর জোর, শহরকে যানজট মুক্ত করা হবে। রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু সহ পুরসভার কর্মী, আধিকারিক, দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া সহ বিভিন্ন স্তরের মানুষ এদিন নতুন প্রশাসককে সংবর্ধনা জানাতে পুরুলিয়া পুরসভা প্রাঙ্গণে হাজির হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন