Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১১ আগস্ট, ২০২১

দিনের টুকিটাকি : ‌১১ আগস্ট, ২০২১

রাস্তার দাবিতে অবরোধ 

পাকা রাস্তার দাবিতে পঞ্চায়েতের সামনে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা।গ্রামের প্রায় এক কিলোমিটার ইটের রাস্তার অবস্থা বেহাল। প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও ফল হয়নি। ফলে ডুমা পঞ্চায়েতের সামনে চাঁদপাড়া–ঝাউডাঙা রোড অবরোধ করলেন গ্রামবাসীরা। প্রায় দেড় ঘন্টা চলে এই অবরোধ। স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটার ছেকাটি থেকে ডানকোনি যাওয়ার প্রায় এক কিলোমিটার রাস্তা ইটের তৈরি। দুদিনের বৃষ্টিতে সেই রাস্তার অবস্থাও বেহাল হয়ে পরেছে। রাস্তার একাধিক জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেখানে জল জমে রাস্তা দিয়ে চলাচল সমস্যার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি। প্রশাসনের পক্ষ থেকে শুধুই আশ্বাস মিলছে। ফলে বাধ্য হয়ে রাস্তার দাবিতে তাঁরা এদিন পথ অবরোধ করেছেন। প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।


চাকরি দেওয়ার নামে প্রতারণা

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিস। ধৃতরা সরকারী দপ্তরে চাকরির দেওয়ার নাম করে  টাকা তুলেছিল। ধৃতদের একজনের নাম রাজা চ্যাটার্জী, বাড়ি পুরুলিয়া শহরের নিম ট‍্যাঁড়ে। অন্যজনের নাম অমিত সেন, বাড়ি নডিহা এলাকায়। অভিযোগ, এই দুই যুবক চাকরি দেওয়ার নাম করে এক ব‍্যক্তির কাছে প্রায় তিন লক্ষ টাকা নেয়। কিন্তু তারপরেও চাকরির কোনও ব্যবস্থা করে দিতে পারে নি তারা। টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি পুলিশের কাছে ওই দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে। বুধবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন