সমকালীনপ্রতিবেদন : সরকারি হাসপাতালের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারক ব্যক্তির নাম আকাশ দাস। রাজিবপুর এলাকায় তার আসল বাড়ি হলেও বর্তমানে সে অশোকনগর থানার শেরপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো
নিজেকে বারাসত জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে পরিচয় দিয়ে হাবরা, অশোকনগর, আমডাঙা সহ বিভিন্ন এলাকায় প্রতিবন্ধীদের শংসাপত্র পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা তুলতো সে।
এই প্রতারণার কাজ চালিয়ে যাওয়ার জন্য সে একই এলাকায় বেশিদিন ভাড়া থাকতো না। প্রতারণার কাজ সারা হয়ে গেলেই সে সেই এলাকা ছেড়ে চম্পট দিত।
কিন্তু এবারে তার সন্ধান পেয়ে গেলেন প্রতারিতরা। শেরপুরের ভাড়া বাড়িতে উপস্থিত হয়ে প্রতারিতরা তাকে মারধর শুরু করেন। পরে তাকে আশকনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন