সমকালীন প্রতিবেদন : এটিএম যন্ত্র ভেঙে টাকা লুঠের চেষ্টা চালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার সাতসকালে এমন ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গেল বীরভূম জেলার সিউড়িতে ১ নম্বর ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের মদ দোকান মোড় এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম রয়েছে। এদিন সকালে স্থানীয়রা লক্ষ্য করেন যে, সেই এটিএম যন্ত্রটি ভেঙে ফেলা হয়েছে। ঘরের মেঝেতে ছড়িয়ে রয়েছে যন্ত্রাংশ। এটিএম যন্ত্রটি যথেচ্ছভাবে ভেঙে থেকে তার থেকে টাকা লুঠের যে চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা, তা পরিস্থিতি দেখেই বুঝতে পারেন এলাকার মানুষ। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। তাঁরা বিষয়টি খতিয়ে দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক কথা বলেন। তবে পুলিশ জানিয়েছে, এই এটিএম যন্ত্র থেকে দুষ্কৃতীরা টাকা লুঠ করতে সক্ষম হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ব্যাঙ্কের আধিকারিকেরা খতিয়ে দেখার পর বিষয়টি পরিষ্কার হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন