Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

অস্ত্র-গুলি সহ গোপালনগরে ধৃত অস্ত্র পাচারকারী

 

Arrested-arms-smuggler-in-Gopalnagar

সমকালীন প্রতিবেদন : প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলিসহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ৪ টি পাইপ গান, ৫ রাউন্ড গুলি সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতীকে বুধবার দুপুরে বনগাঁ আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম রনবীর চন্দ্র ওরফে রাজু ওরফে রনি। বাড়ি গাইঘাটা থানার জলেশ্বর এলাকায়। ধৃত রনি দীর্ঘদিন ধরে অস্ত্র বিক্রির কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। মঙ্গলবার গভীর রাতে সে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে গোপালনগর থানার নিমতলা শ্মশানের কাছে আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল।

গোপন সূত্রে সেই খবর পেয়ে গোপালনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্র, গুলি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়।

আদালতে তোলার পর তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন