সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার অশোকনগরের দুই যুবকের পাশাপাশি আফগানিস্তানে বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়েছেন বনগাঁ মহকুমার ৪ যুবক। তাঁরা চার জন গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তাঁদের মধ্যে তিনজনের নাম জয়ন্ত বিশ্বাস, বিদ্যুৎ বিশ্বাস,পলাশ সরকার। বাড়ি রাম শংকরপুর। চতুর্থজনের নাম প্রবীর সরকার তাঁর বাড়ি রঘুনাথপুর।
পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁরা হোটেলের কাজে কাবুলে গিয়েছিলেন। দিন কয়েক আগে আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা। তারপর থেকেই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ তাঁরা আফগানিস্তানে আটকে পরা তাঁদের পরিবারের সদস্যদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান।
এদিন সন্ধেয় এই চার যুবকের খবর পেয়ে দিন তাঁদের বাড়িতে যান গোপালনগর থানার পুলিশ আধিকারিক চিন্তামণি নস্কর ও পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশীথ বালা। নিশীথ বালা বলেন, 'কাবুলে ভারতীয় বিমান পাওয়া যাচ্ছে না বলে ওরা আটকে আছে বলে জানিয়েছি।' মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের কাছে গ্রামের ছেলেদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন