ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৬০৮ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি প্রথম ভারতের সুরাট বন্দরে এসে উপস্থিত হয়।
২) ১৯২১ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহের কারণে কেরালার উপদ্রুত মালাবার এলাকায় ব্রিটিশ সরকার সামরিক আইন জারি করে।
৩) ১৯৫৫ খ্রিস্টাব্দে এলাহাবাদে ড. রামমনোহর লোহিয়া নতুন রাজনৈতিক দল 'সোসালিস্ট পার্টি
অফ ইন্ডিয়া 'গঠনের কথা ঘোষণা করেন।
৪) ১৯৬৬ খ্রিস্টাব্দে এশিয়ার মধ্যে প্রথম বঙ্গসন্তান মিহির সেন সাঁতার দিয়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
৫) ১৯৯১ খ্রিস্টাব্দে চেন্নাইয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজী দেশাইয়ের হাতে 'ভারতরত্ন' খেতাব প্রদান করা হয়।
৬) ১৯৯৭ খ্রিস্টাব্দে পাঞ্জাবের হোসিয়ারপুরে দেশের প্রথম ভ্রাম্যমাণ থানার উদ্বোধন করা হয়।
৭) আজকের দিনে জন্মেছিলেন প্লেব্যাক সিঙ্গার শোভা চন্দ্রশেখর, কর্নাটকের রাজনীতিক কে জে জর্জ, চিত্র পরিচালক এম রাজেশ, মহিলা ক্রিকেটার পুনম যাদব, বোম্বে স্টেটের প্রথম মুখ্যমন্ত্রী বি জি খের, জাতীয়তাবাদী নেতা কে কে নায়ার মহারাষ্ট্রের বিপ্লবী নেতা শিবরাম হরি রাজগুরু, বাংলার বিপ্লবী বীণা দাস প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন তামিল কবি ভি রামলিঙ্গম পিল্লাই, বিখ্যাত ফিল্ম মিউজিসিয়ান কে ভি শাহ, বিখ্যাত ক্রিকেটার ডি বি দেওদার, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮১৫ খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের আধুনিক সংবিধান গৃহীত হয়।
২) পানামা খাল কংক্রিটের গার্ডওয়াল দেওয়ার কাজ শুরু হয়।
৩) ১৯৩২ খ্রিস্টাব্দে অ্যামেলিয়া আর্থার বিশ্বের প্রথম মহিলা হিসাবে লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক একটানা ওড়ার কৃতিত্ব অর্জন করে
৪) ১৯৪৯ খ্রিস্টাব্দে North Atlantic Treaty Organization(NATO) আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
৫) ১৯৮৯ খ্রিস্টাব্দে কলম্বিয়ার ড্রাগ ব্যারণরা সরকারের বিরুদ্ধে সামগ্রিক যুদ্ধ শুরু করে।
৬) ১৯৯৫ খ্রিস্টাব্দে মাইক্রোসফট Windows 95 জনসাধারণের জন্য উন্মুক্ত করি হয়।
৭) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি শিক্ষাবিদ থিওডোর ডুবোয়েস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম ক্যান্ভাল, আমেরিকান ভূগোলবিদ ও ভৃতত্ত্ববিদ জানিয়ে বাবের,ইংরেজ ঔপন্যাসিক জিন রায়েস আমেরিকান গায়ক ওয়াইনোনি হ্যারিস মেক্সিকান কুস্তিগীর এনরিখ লিনেস প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ অভিনেত্রী ইয়োথা জয়েস, আমেরিকান অর্থনীতিবিদ স্কট নিয়ারিং, মিশরীয় গিটারিস্ট আলেকজান্ডার লাগোয়া,কানাডিয়ান শিক্ষাবিদ আন্দ্রে বাওচার প্রমুখ।
স্মরণীয় আজ : লিবিয়ার পতাকা দিবস, ইউক্রেনের স্বাধীনতা দিবস, উরুগুয়েতে নস্টালজিয়া নাইট, আন্তর্জাতিক স্ট্রেঞ্জ মিউজিক দিবস।
সংকলক : স্বপন ঘোষ
----------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন